মামলার শুনানির আগে কাশ্মীরে ডামাডোল পরিস্থিতি
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
প্রীতম সাঁতরা : সংবিধানের ৩৫এ অনুচ্ছেদ বাতিল মামলার শুনানির আগে কাশ্মীরে ডামাডোল পরিস্থিতি। আজ সেই মামলা সুপ্রিম কোর্টে ওঠার কথা রয়েছে। তবে বর্তমান পরিস্থিতি বিচার করে, শুনানি স্তগিত রাহার আবেদন জানিয়েছেন রাজ্যপাল এনএন ভোরা। কারণ, বিক্ষোভকারিদের দাবী, বাতিল করতে করবে ৩৫এ অনুচ্ছেদ বাতিল মামলার শুনানি। উক্ত অনুচ্ছেদ অনুযায়ী বিশেষ কিছু সুবিধা পেয়ে থাকেন কাশ্মীরবাসীরা। সেক্ষেত্রে তা বাতিল করা হলে, সেই সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন তাঁরা। সংবিধানের ৩৫এ অনুচ্ছেদ অনুযায়ী, রাজ্য বহির্ভুত কেউ জম্মু-কাশ্মীরের কোনও সম্পত্তি কিনতে পারেন না। পাশপাশি কাশ্মীরী কোনও মহিলা রাজ্যের বাইরের কাউকে বিয়ে করলে, তিনি পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত হন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});