January 12, 2025

উত্তরবঙ্গ ইতিহাস অনুসন্ধান পরিষদ কর্তৃক প্রকাশিত উত্তর দিনাজপুর জেলার স্মরণীয় যারা গ্রন্থটি আগামী প্রজন্মকে প্রেরণা দেবার একটি গুরুত্বপূর্ণ দলিল-

1 min read
তপন চক্রবর্তী –-উত্তরবঙ্গ ইতিহাস অনুসন্ধান পরিষদ সাধারণত উত্তরবঙ্গের গ্রামে গঞ্জে এমন অনেক মানুষ ছিলেন যাদের প্রত্যেকের জীবন ছিল নিঃস্বার্থভাবে  সমাজের সেবামূলক কাজ ই জীবনের মূলমন্ত্র।উত্তরবঙ্গের সাবেক দিনাজপুর জেলার পর পশ্চিম দিনাজপুর পরবর্তীতে উত্তর দিনাজপুর জেলায় এমন অনেক প্রয়াত নিজ কর্মক্ষমতায় বরেণ্য ব্যক্তিত্ব ছিলেন যাদের খোঁজ কেও রাখেন না।কিন্তূ উত্তরবঙ্গ ইতিহাস অনুসন্ধান পরিষদ উত্তর দিনাজপুর জেলায় দীর্ঘদিন অনুসন্ধানের মাধ্যমে উত্তর দিনাজপুর জেলার স্মরণীয় ব্যক্তিদের খুঁজে বের করে উত্তর দিনাজপুর জেলার স্মরণীয় যারা তাদের স্মরনকরে এই গুরুত্বপূর্ণ গ্রন্থটি প্রকাশ করে বর্তমান সমাজের হাতে একটি স্মরনীয় দের সন্মান জানানোর ব্যবস্থা করতে পেরেছে নিঃসন্দেহে। সাবেক এই জেলায় বর্তমানের উত্তর দিনাজপুর নামক জেলায় প্রখ্যাত আইনজীবী নিশীথ নাথ কুন্ডু গান্ধীজির ডাকে সাড়া দিয়ে আদালত বর্জন করে অসহযোগ আন্দোলনে যোগ দেন দেশের স্বার্থে।কলকাতায় ছাত্র জীবনে নেতাজী সুভাষ বোসের সাথে যে সম্পর্ক স্থাপিত হয়েছিল তার ধারা অব্যাহত ছিল জীবনের অন্তিম কাল পর্যন্ত।
এই গ্রন্থে রায়গঞ্জের সংস্কৃতি সাধনায় নবযুগের প্রবর্তক যতীন্দ্র মোহন গোস্বামীকে যেমন পেয়েছি তেমনি স্বাধীনতা সংগ্রামী জননেতা ও সমাজসেবী ফনীস চন্দ্র সিংহ,মহাজীবনের মহা সাধনায় মহাযোগী স্বামী সমাধি প্রকাশ অরণ্য,কালিয়াগঞ্জের স্মরণীয় ব্যক্তিত্ব শরৎ চন্দ্র মজুমদার,শিক্ষা ও ধর্ম ক্ষেত্রে রায়গঞ্জের  অন্যতম প্রাণ পুরুষ গোপাল চন্দ্র মন্ডল,মানুষ গড়ার কারীগর অরুন চন্দ্র ঘোষ,বিপ্লবী গোপাল চন্দ্র মজুমদার,স্বাধীনতা সংগ্রামী কালিয়াগঞ্জের চন্দ্র মোহন বন্দোপাধ্যায়,কালিয়াগঞ্জের শিক্ষা সংস্কারক অনাথ বন্ধু সরকার,সমাজ সংস্কারক কল্যাণ কুমার গোস্বামী,গাঁধী বাদের উৎসর্গিত প্রাণ কালিয়াগঞ্জের পবিত্র কুমার দে,শিক্ষানুরাগী স্বামী প্রজ্ঞা চৈতন্য ভারতী,স্বাধীনতা সংগ্রামী রবীন্দ্র কুমার ভৌমিক,কৃষক আন্দোলনের সৈনিক বসন্ত লাল চট্টোপাধ্যায়,ধর্মনিরপেক্ষতার মূর্ত প্রতীক মহম্মদ আফাক চৌধরী,বৈষ্ণব সাধক সুরেন্দ্র নাথ দাস,সুকুমার চন্দ্র গুহ,জননেতা শ্যামা প্রসাদ বর্মন,শিক্ষানুরাগী হাজারিলাল আগরওয়াল, রাধিকা জীবন বসু,কালিয়াগঞ্জের সতীশ চন্দ্র ঘোষ।
এই গ্রন্থে এমন অনেক এই জেলার বরেণ্য মানুষ ছিলেন যাদের নাম জানা উচিৎ উত্তর দিনাজপুর জেলার মানুষ হিসাবে।রামকৃষ্ণ সাধক ডালিমগায়ের নিত্য কৃষ্ণ ভট্টাচার্য,রায়গঞ্জের তথা জেলার গর্ব চলচিত্র নায়ক রবীন মজুমদার,সঙ্গীতজ্ঞ কৈলাস চন্দ্র দাস,স্বাধীনতা সংগ্রামী বিশ্বনাথ চক্রবর্তী, মহারাজ জগদীশ নাথ রায়,শ্রেষ্ঠ কবি জগজ্জীবন ঘোষাল, উত্তরবঙ্গের শিক্ষা গগনের শুকতারা শম্ভু নাথ রায়।অবিভক্ত বঙ্গদেশে আর্য সভ্যতা ও সাংসকৃতির আগমনের ক্ষেত্রে উত্তর দিনাজপুর জেলা ছিল প্রবেশ দ্বার।উত্তর দিনাজপুর জেলার    বাসিন্দারা বহন করে চলেছে এক গৌরবময় ইতিহাস।বিস্মৃতির অতল থেকে উদ্ধার করে এই সব বর্ণময় ব্যক্তিত্বের কর্ম সাধনাকে জন সমক্ষে তুলে এনে যে গ্রন্থটি প্রকাশ করা হয়েছে যা আগামী প্রজন্মকে দেবে প্রেরণা।এই স্বল্প পরিসরে এই জেলার অনেক আরো বেশ কিছু বরণীয় ব্যক্তির নাম প্রকাশ করা সম্ভব হলনা।সযোগ পেলে তাদের নাম অবশ্যই সামনে আনবার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।এই গ্রন্থটির প্রকাশক অধ্যাপক হিমাংশু সরকারের সাথে সাথে তাকে যারা বিভিন্ন ভাবে এই গ্রন্থটি প্রকাশে সহায়তা করেছেন তারা হলেন অধ্যাপক সুকুমার বারই,স্বর্ণময় অধিকারী,ডঃ অপূর্ব কৃষ্ণ দত্ত,অধ্যাপক বিপুল মন্ডল,সুবোধ কুমার মানি,শ্রীমতী অঞ্জলি সরকার ও প্রয়াত সাহিত্যিক সত্য রঞ্জন দাস।গ্রন্থটির মূল্য২৮০টাকা।যা প্রত্যেকের ঘরে রাখার মত গ্রন্থ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *