বর্তমানের কথায় খবরের জেরে প্রশাসনিক তদন্তে শুরু পশ্চিম রামপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ চক্রবর্তীর বিরুদ্ধে
1 min read
তন্ময় চক্রবত্তী ঃ- গতকাল উত্তর
দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের পশ্চিম
রামপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক বিকাশ চক্রবর্তীর
জালিয়াতির খবর বর্তমানের কথায় পোর্টাল নিউজে আমরা প্রকাশ পর আজ তার জেরে স্কুল কতৃপক্ষের বিরুদ্ধে প্রশাসনিক তদন্ত শুরু
করল জেলা প্রশাসন। আজ জেলা প্রশাসনের নিদের্শে কালিয়াগঞ্জের বিডিও অফিসের
আধিকারিকরা যান সেই স্কুলে।স্কুলে গিয়ে প্রধান শিক্ষক কেন সেই স্কুলের এক শিক্ষক
রাসু পোদ্দার স্কলে গত দুই মাস ধরে না আসলেও তার হাজিরার খাতায় তিনি হাজিরা করেছেন? মিড্ ডে মিলে কেন পোকা ধরা চাল রান্না হয়? স্কলের কেন পঠন
পাঠন ঠিক ঠাক হয় না সেই সব বিষয়ে খোজ খবর নেয়।এরপর তারা গ্রাম বাসীদের সাথে কথা
বলেছিলেন তখন গ্রাম বাসীরা তাদের ক্ষোভ
উগরে দেন তাদের উপরেরে। এদিকে বর্তমানের কথায় এই সংবাদ গতকাল প্রকাশের পর যে
শিক্ষক দির্ঘদিন বিনা
স্কুলে দেখা যায় নি অথচ প্রধান শিক্ষক তার হয়ে খারায় হাজিরা করে দিয়েছেন।গ্রাম
বাসীরা জানান যবে থেকে প্রধান শিক্ষক স্কুলে এসছেন তবে থেকে এই স্কুলে পড়াশুনা হয়
না।তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকে।
দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের পশ্চিম
রামপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক বিকাশ চক্রবর্তীর
জালিয়াতির খবর বর্তমানের কথায় পোর্টাল নিউজে আমরা প্রকাশ পর আজ তার জেরে স্কুল কতৃপক্ষের বিরুদ্ধে প্রশাসনিক তদন্ত শুরু
করল জেলা প্রশাসন। আজ জেলা প্রশাসনের নিদের্শে কালিয়াগঞ্জের বিডিও অফিসের
আধিকারিকরা যান সেই স্কুলে।স্কুলে গিয়ে প্রধান শিক্ষক কেন সেই স্কুলের এক শিক্ষক
রাসু পোদ্দার স্কলে গত দুই মাস ধরে না আসলেও তার হাজিরার খাতায় তিনি হাজিরা করেছেন? মিড্ ডে মিলে কেন পোকা ধরা চাল রান্না হয়? স্কলের কেন পঠন
পাঠন ঠিক ঠাক হয় না সেই সব বিষয়ে খোজ খবর নেয়।এরপর তারা গ্রাম বাসীদের সাথে কথা
বলেছিলেন তখন গ্রাম বাসীরা তাদের ক্ষোভ
উগরে দেন তাদের উপরেরে। এদিকে বর্তমানের কথায় এই সংবাদ গতকাল প্রকাশের পর যে
শিক্ষক দির্ঘদিন বিনা
এই সেই প্রধান শিক্ষক বিকাশ চক্রবর্তী |
ছুটিতে গত দুইমাস ধরে আসছিলেন না স্কুলে রাসু পোদ্দার নামে
সেই শিক্ষককে দেখা যায় আজ থেকে স্কুলে
আসতে।তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন বেশ কিছুদিন তিনি অনুপস্থিত ছিলেন কিন্ত দুই
মাস ধরে না।তিনি বলেন প্রধান শিক্ষক ও দিদিমনির কাজিয়ার ফলে তিনি ফেসে গেছেন।তিনি
নাকি এমন কোন দুর্নিতির সাথে যুক্ত নয়। তবে এদিকে গ্রাম বাসীরা জানান
স্কুলে দেখা যায় নি অথচ প্রধান শিক্ষক তার হয়ে খারায় হাজিরা করে দিয়েছেন।গ্রাম
বাসীরা জানান যবে থেকে প্রধান শিক্ষক স্কুলে এসছেন তবে থেকে এই স্কুলে পড়াশুনা হয়
না।তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকে।
Add caption |
স্কুলের প্রধান শিক্ষক নাকি স্কুলের ছাত্র ছাত্রী
থেকে আরম্ভ করে স্কুলের শিক্ষিকার সাথে সব সময় দুরব্যবহার করে থাকে এমন কি প্রধান
শিক্ষক স্কুলের ছাত্র ছাত্রীদের দিয়ে অনেক সময় নাকি নিজের গা হাত পা ম্যাসেজ করে
নেন বলে গ্রাম বাসীরা অভিযোগ করেন।
থেকে আরম্ভ করে স্কুলের শিক্ষিকার সাথে সব সময় দুরব্যবহার করে থাকে এমন কি প্রধান
শিক্ষক স্কুলের ছাত্র ছাত্রীদের দিয়ে অনেক সময় নাকি নিজের গা হাত পা ম্যাসেজ করে
নেন বলে গ্রাম বাসীরা অভিযোগ করেন।
স্কুল কতৃপক্ষের বিরুদ্ধে প্রশাসনিক তদন্ত শুরু |
এদিকে প্রধান শিক্ষক বিকাশ চক্রবর্তী ক্যামেরার
সামনে কিছু না বললেও তিনি তার স্বংয়মুর্তি ধারন করে নিজেকে সত প্রমান করতে নানা
ধরনের যুক্তি সামনে আনেন।
সামনে কিছু না বললেও তিনি তার স্বংয়মুর্তি ধারন করে নিজেকে সত প্রমান করতে নানা
ধরনের যুক্তি সামনে আনেন।
Add caption |
তবে গ্রাম বাসীরা অনর তারা স্কুলে সঠিক ভাবে পড়াশুনা চান
আর এর জন্য অতিসত্বর স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চক্রবর্তীকে যাতে বদলী করা হয়।আর
তা না হলে আগামী দিনে স্কুলে তাদের কোন বাচ্চাকে পাঠাবেন না বলে এদিকে গ্রাক
বাসীরা হুশিয়ারি দেন।
আর এর জন্য অতিসত্বর স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চক্রবর্তীকে যাতে বদলী করা হয়।আর
তা না হলে আগামী দিনে স্কুলে তাদের কোন বাচ্চাকে পাঠাবেন না বলে এদিকে গ্রাক
বাসীরা হুশিয়ারি দেন।
শিক্ষক রাসু পোদ্দার |
সব মিলিয়ে এখন দেখার
বিষয় গ্রাম বাসীদের দাবী কে দাবী প্রাধন্য দিয়ে প্রশাসন কতটা কড়া মনোভাব নেয়
প্রধান শিক্ষকের বদলী করে একজন শিক্ষানুধ্যায়ী শিক্ষক কে এই স্কুলের দায়িত্ব দেয় কত তাড়াতাড়ি।
বিষয় গ্রাম বাসীদের দাবী কে দাবী প্রাধন্য দিয়ে প্রশাসন কতটা কড়া মনোভাব নেয়
প্রধান শিক্ষকের বদলী করে একজন শিক্ষানুধ্যায়ী শিক্ষক কে এই স্কুলের দায়িত্ব দেয় কত তাড়াতাড়ি।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});