18 ই আগস্ট স্বাধীনতা পেয়েছিল দিনাজপুর।
1 min read
পিয়া গুপ্তা ,উত্তর দিনাজপুর সারা দেশ1947 সালের 15 ই আগস্ট দেশে স্বাধীনতার সুখ পেলেও সেই স্বাধীনতার সুখ থেকে বঞ্চিত ছিল বেশ কিছু জায়গা ।সেই সময় তখনো স্বাধীনতা সূর্য ওঠেনি দিনাজপুরের রায়গঞ্জ ,কালিয়াগঞ্জ ,হেমতাবাদ, সহ বহু জায়গায় ।ফলে একরাশ দুঃখ, বেদনা নিয়েই রায়গঞ্জ বাসী সহ অন্যান্যদের মধ্যে হতাশার সুর গ্রাস করে যাচ্ছিল ।ঘুমহারা চোখে হঠাত্ ই খবর আসে মুসলিম লিগ পাকিস্তানের পতাকা বসাতে চলেছে রায়গঞ্জ ,কালিয়াগঞ্জ সহ অন্যান্য জেলা গুলিতে।রায়গঞ্জ ,কালিয়াগঞ্জ সহ অন্যান্য জায়গা গুলি সেই সময় স্বাধীনতা থেকে বঞ্চিত ছিল।বিট্রিশ পতাকার দখলে ছিল রায়গঞ্জ সহ অন্যান্য জায়গা গুলো।”তবে কি বিট্রিশদের শাসন থেকে মুক্ত হবে না রায়গঞ্জ”? এই চিন্তা তখন সকলের মুখে মুখে ।অবশেষে 1947 সালের 17 ই আগস্ট বাংলা বিভাজনের দায়িত্ব পেল সিরিল রাডক্লিক ।বিভিন্ন জনের সাথে মতামত নিয়ে তিনি অবশেষে ঘোষণা করেন দিনাজপুরের ভবিষ্যত ।তিনি জানান দিনাজপুরের 30 টি থানার মধ্যে 20 থানা পাবে পাকিস্তানে (পূর্ব পাকিস্থান )আর রায়গঞ্জ সহ 10 টি থানা থাকবে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য ।এপারের সেই 10 টি থানার নাম অবশেষে ঘোষণা করা হলো-বালুরঘাট ,কুমারগঞ্জ ,গঙ্গারাম পুর,তপন ,কালিয়াগঞ্জ ,রায়গঞ্জ ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
1947 সালের 15 ই আগস্ট দেশে স্বাধীনতার সুখ পেলেও সেই স্বাধীনতার সুখ থেকে বঞ্চিত ছিল বেশ কিছু জায়গা ।সেই সময় তখনো স্বাধীনতা সূর্য ওঠেনি রায়গঞ্জ ,কালিয়াগঞ্জ ,হেমতাবাদ, সহ বহু জায়গায় ।ফলে একরাশ দুঃখ, বেদনা নিয়েই রায়গঞ্জ বাসী সহ অন্যান্যদের মধ্যে হতাশার সুর গ্রাস করে যাচ্ছিল ।ঘুমহারা চোখে হঠাত্ ই খবর আসে মুসলিম লিগ পাকিস্তানের পতাকা বসাতে চলেছে রায়গঞ্জ ,কালিয়াগঞ্জ সহ অন্যান্য জেলা গুলিতে।রায়গঞ্জ ,কালিয়াগঞ্জ সহ অন্যান্য জায়গা গুলি সেই সময় স্বাধীনতা থেকে বঞ্চিত ছিল।বিট্রিশ পতাকার দখলে ছিল রায়গঞ্জ সহ অন্যান্য জায়গা গুলো।”তবে কি বিট্রিশদের শাসন থেকে মুক্ত হবে না রায়গঞ্জ”? এই চিন্তা তখন সকলের মুখে মুখে ।অবশেষে 1947 সালের 17 ই আগস্ট বাংলা বিভাজনের দায়িত্ব পেল সিরিল রাডক্লিক ।বিভিন্ন জনের সাথে মতামত নিয়ে তিনি অবশেষে ঘোষণা করেন দিনাজপুরের ভবিষ্যত ।তিনি জানান দিনাজপুরের 30 টি থানার মধ্যে 20 থানা পাবে পাকিস্তানে (পূর্ব পাকিস্থান )আর রায়গঞ্জ সহ 10 টি থানা থাকবে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য ।এপারের সেই 10 টি থানার নাম অবশেষে ঘোষণা করা হলো-বালুরঘাট ,কুমারগঞ্জ ,গঙ্গারাম পুর,কালিয়াগঞ্জ ,তপন,রায়গঞ্জ ,হেমতাবাদ,বংশীহারি ,কুশমণ্ডি ,ইটাহার নিয়ে তৈরি হয় এদেশের 10 টি জেলার একটি নাম।17 ই আগস্ট এই খবর রেডিও মারফত শোনা মাত্র ই ,কালিয়াগঞ্জ ,রায়গঞ্জ সহ বাকী এলাকার মানুষদের মধ্যে ছডিযে পড়ে আনন্দ ও উচ্ছাস।সকলেই 18 আগস্ট সকালে দলে দলে একত্রিত হয়ে 18 ই আগস্ট দেশের স্বাধীনতা দিবস পালন করেন।ভারতের পতাকা তুলে ওই দিন 1947 সালের 18 ই আগস্ট কালিয়াগঞ্জ ,রায়গঞ্জ ,হেমতাবাদ সহ সকল থানা গুলো তে পালিত হয স্বাধীনতা দিবস।সেদিন সুকুমার চন্দ্র গুহ,রবীন্দ্রনাথ গুহ র মতো প্রমুখ স্বাধীনতা সংগ্রামীরা বিশাল মিছিল বের করেন।এবং রায়গঞ্জ থানা ও মুন্সেফ কোর্ট থেকে নামিয়ে দেন পাকিস্তানি পতাকা। স্টেশন,কোর্ট সহ সকল চত্বরে সাদা মার্কিন ধুতি,গেরুয়া ও সবুজ রং দিয়ে আঁকা হয়েছিল ভারতীয় পতাকা ও দোযাতের নীল কালি দিয়ে আঁকা হয়েছিল অশোক চক্র ।সেই দিন 18 আগস্ট দিনাজপুরের কোণায় কোণায় উড়ছিল ভারতের তেরঙা ।এই ভাবেই 18 ই আগস্টে স্বাধীন লাভ করেছিল দিনাজপুর ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
Cite this article cialis generic reviews
The two of them have used enough mysterious methods before, and this time, they will come to something different how to buy priligy im 16 years old Frequency not reported Leukopenia
buy cialis cheap Ordering drugs online from foreign pharmacies also tends to go largely unchallenged
legit cialis online Additionally, whether you take the medication as needed or on a daily basis will also affect your dosage
clomiphene citrate side effects in males TACE in turn is closely related to stilbestrol Fig.
tamoxifen serm
Management flow chart for acute diarrheal disease in children. doxycycline rash Once the rash has significantly improved, washing with a mild soap or soap substitute like Dove or Cetaphil can be started.