মানসিক ভারসাম্যহীন নাবালিকা ধর্ষণের ঘটনায় তীব্র চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার ফুলবাড়ী এলাকায়
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
স্থানীয় পালশা,ফুলবাড়ী গ্রামের প্রতক্ষ্যদর্শীদের মতে বি.এড কলেজের পাশে জাতীয় সড়ক সংলগ্ন একটি ছোট বাগানে তারা দেখতে পান একটি মেয়ের সাথে বলপূর্বক শারীরিক সম্পর্ক করছে এক যুবক l
তৎক্ষণাৎ তারা ছুটে আসেন ঘটনাস্থলে l এসে দেখতে পান ধর্ষণের শিকার নাবালিকাটি মানসিক ভারসাম্যহীন l তৎক্ষনাত তারা ছেলেটিকে আটক করে স্থানীয় গঙ্গারামপুর থানায় খবর দেয় l গঙ্গারামপুর থানার পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে এসে অভিযুক্ত যুবক কে গ্রেপ্তার করে এবং শারীরিক নির্যাতনের শিকার নাবালিকাটিকে উদ্ধার করে গঙ্গারামপুর হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য পাঠায় l স্থানীয় কয়েকজনের বক্তব্য অনুযায়ী গণপিটুনি খেয়ে অভিযুক্ত ব্যক্তি নিজের নাম শ্যামল হালদার বলে জানায় l প্রতক্ষ্যদর্শীদের জেরায় সে জানায় তার বাড়ি গঙ্গারামপুর হালদারপাড়ায়,বাবার নাম রঞ্জিত হালদার l গঙ্গারামপুর থানার আই.সি জয়ন্ত দত্ত জানান ফুলবাড়ীর স্থানীয় লোক মারফত খবর থানায় আসা মাত্রই আমরা অভিযুক্ত কে আটক করি এবং নাবালিকাটিকে মেডিক্যাল করানোর জন্য গঙ্গারামপুর হাসপাতালে পাঠানো হয়েছে l
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});