January 12, 2025

মানসিক ভারসাম্যহীন নাবালিকা ধর্ষণের ঘটনায় তীব্র চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার ফুলবাড়ী এলাকায়

1 min read
কমল কুমার বিশ্বাস (বালুরঘাট) 18ই আগস্ট:–  মানসিক ভারসাম্যহীন নাবালিকা ধর্ষণের ঘটনায় তীব্র চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার ফুলবাড়ী এলাকায় lআজ সকাল দশটা নাগাদ দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার ফুলবাড়ী বি.এড কলেজের পাশে 512 নং জাতীয় সড়কের পাসে প্রকাশ্য দিবালোকে ধর্ষণের শিকার হয় বছর তেরোর এক মানসিক ভারসাম্যহীন নাবালিকা l


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
 স্থানীয় পালশা,ফুলবাড়ী গ্রামের প্রতক্ষ্যদর্শীদের মতে বি.এড কলেজের পাশে জাতীয় সড়ক সংলগ্ন একটি ছোট বাগানে তারা দেখতে পান একটি মেয়ের সাথে বলপূর্বক শারীরিক সম্পর্ক করছে এক যুবক l

তৎক্ষণাৎ তারা ছুটে আসেন ঘটনাস্থলে l এসে দেখতে পান ধর্ষণের শিকার নাবালিকাটি মানসিক ভারসাম্যহীন l তৎক্ষনাত  তারা ছেলেটিকে আটক করে স্থানীয় গঙ্গারামপুর থানায় খবর দেয় l গঙ্গারামপুর থানার পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে এসে অভিযুক্ত যুবক কে গ্রেপ্তার করে এবং শারীরিক নির্যাতনের শিকার নাবালিকাটিকে উদ্ধার করে গঙ্গারামপুর হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য পাঠায় l স্থানীয় কয়েকজনের বক্তব্য অনুযায়ী গণপিটুনি খেয়ে অভিযুক্ত ব্যক্তি নিজের নাম শ্যামল হালদার বলে জানায় l প্রতক্ষ্যদর্শীদের জেরায় সে জানায় তার বাড়ি গঙ্গারামপুর হালদারপাড়ায়,বাবার নাম রঞ্জিত হালদার l গঙ্গারামপুর থানার আই.সি জয়ন্ত দত্ত জানান ফুলবাড়ীর স্থানীয় লোক মারফত খবর থানায় আসা মাত্রই আমরা অভিযুক্ত কে আটক করি এবং নাবালিকাটিকে মেডিক্যাল করানোর জন্য গঙ্গারামপুর হাসপাতালে পাঠানো হয়েছে l


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *