অবশেষে কালিয়াগঞ্জের চিত্রাঙ্কন বিদ্যাপীঠকে ভারত সরকারের স্বীকৃতি
1 min readঅবশেষে কালিয়াগঞ্জের চিত্রাঙ্কন বিদ্যাপীঠকে ভারত সরকারের স্বীকৃতি
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৬জুলাই:অবশেষে দীর্ঘ ২২ বছর পর উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের অঙ্কন বিদ্যালয় “চিত্রাঙ্কন বিদ্যাপীঠ” ভারত সরকারের মিনিস্ট্রি অফ্ স্কিল ডেভলপমেন্ট দপ্তর থেকে স্বীকৃতি লাভ করলো।চিত্রাঙ্কন বিদ্যাপীঠের কর্নধার মিঠুন সরকার এক সাক্ষাৎকারে জানায় তার আর্ট স্কুলটি প্রতিষ্ঠিত হয় ২০০০ সালে।
তার বিদ্যালয় থেকে কালিয়াগঞ্জের বহু ছাত্র ছাত্রী মেরিট টেস্ট দিয়ে গোল্ড মেডেল,সিলভার এবং ব্রোঞ্জ পেয়েছে বলে তিনি জানান।মিঠুন সরকার বলেন মঙ্গলবার ২৬/৭/২০২২ তারিখে তার বিদ্যালয়ের স্বীকৃতি পত্র ভারত সরকারের পক্ষ থেকে তিনি পেয়েছেন তিনি বলেন ন্যাশনাল সার্ভে অফ্ ইন্ডিয়ান আর্ট থেকে স্বীকৃতি পত্র আসায় তার বিদ্যালয়েরছাত্র ছাত্রীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। আগামী দিনে এই চিত্রাঙ্কন বিদ্যাপীঠ যে একটি বড় প্রতিষ্ঠান হতে চলেছে নিঃসন্দেহে বলা যায়।
কালিয়াগঞ্জের সংস্কৃতি কর্মকাণ্ডের সাথে যুক্ত অনেক মানুষই এই ঘটনায় চিত্রাঙ্কন বিদ্যাপীঠের কর্নধার মিঠুন সরকারকে অভিনন্দন জানিয়েছেন বলে জানা যায়।