হেমতাবাদে সাব জুনিয়র জেলা খো খো প্রতিযোগিতা
1 min readহেমতাবাদে সাব জুনিয়র জেলা খো খো প্রতিযোগিতা
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৫ জুলাই:আগামী ৩০ শে জুলাই উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের দুধন্ডা আলোক তীর্থ বিদ্যাপীঠ প্রাঙ্গনে উত্তর দিনাজপুর খো খো অ্যাসোসিয়েশনের উদ্যোগে জেলা ভিত্তিক খো।খো প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে।উত্তর দিনাজপুর জেলা খো খো অ্যাসোসিয়েশনের সম্পাদক তথা খো খো খেলার জাতীয় স্তরের বিচারক বরুণ দাস বলেন বিগত আড়াই বছর আমরা খোখো খেলাকে সামনে আনতে পারিনি
কোভিডের কারনে।দীর্ঘদিন পরে খো খো খেলোয়াড়দের পুনরায় উৎসাহ দিতে আমরা এই একদিনের জেলা ভিত্তিক খেলার আয়োজন করেছি।উত্তর দিনাজপুর খো খো আসিসিয়েশনের অর্গানাইজিং সেক্রেটারি সুমিত কুমার সরকার বলেন এই খেলাকে কেন্দ্র করে ইতিমধ্যেই দুটি সভা করেছি।খেলার প্রস্তুতি শেষের দিকেই। হেমতাবাদ ব্লকের দুধন্ডা আলোক তীর্থ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আখতার হোসেন বলেন শুধু পাঠা পুস্তক একজন ছাত্রের মানসিক বিকাশ ঘটায় না।আমাদের সবাইকে বিদ্যালয়ের ছাত্রদের তাদের পছন্দমত খেলতে সহযোগিতা করতে হবে।