December 23, 2024

‘কেমন আছেন পার্থদা?’

1 min read

কেমন আছেন পার্থদা?

ইডির জিজ্ঞাসাবাদের মাঝেই অসুস্থ হয়ে পড়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chattopadhyay)। এরপর পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করার পর তিনি এসএসকেএম হাসপাতালে ভর্তি হন ব্যাঙ্কশাল কোর্টের নির্দেশে। ইডি পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা নিয়ে সংশয় প্রকাশ করে হাইকোর্টের দ্বারস্থ হয় এবং গতকাল হাইকোর্টের নির্দেশে এয়ার অ্যাম্বুলেন্সে করে কলকাতা বিমানবন্দর থেকে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হয় পার্থ চট্টোপাধ্যায়কে। সেখানে তাঁর শারীরিক পরীক্ষা হবে বলে জানা গিয়েছে

 

। ভুবনেশ্বর বিমানবন্দর থেকে বেরিয়ে অ্যাম্বুলেন্সে ওঠার আগে পার্থ চট্টোপাধ্যায়ের কাছে প্রশ্ন রাখা হয়, তিনি কেমন আছেন? আর সেই প্রশ্ন কানে যেতেই পার্থ চট্টোপাধ্যায় কোনো কথা না বলে বুকে হাত রেখে বুঝিয়ে দিলেন তিনি ভালো নেই। সোমবার সকাল আটটার বিমানে ভুবনেশ্বর পৌঁছে গিয়েছেন পার্থ চট্টোপাধ্যায় সহ ইডি আধিকারিকরা। ভুবনেশ্বর এইমসে পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরীক্ষা করবে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি বিশেষ দল। এবং সোমবার বিকেলের মধ্যেই সেই রিপোর্ট তৈরি হবে। আপাতত পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতি নিয়ে কি খবর আসে, তা শুনতেই উদগ্রীব সকলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *