December 23, 2024

||মোবাইল ফটোগ্রাফির প্রদর্শনী অনুষ্ঠিত হল কলকাতায়||

1 min read

||মোবাইল ফটোগ্রাফির প্রদর্শনী অনুষ্ঠিত হল কলকাতায়||

প্রবাল সাহা রায়গঞ্জ এখন প্রায় অনেকের হাতেই স্মার্ট ফোন। আর এই সোশ্যাল মিডিয়ার যুগে স্মার্ট ফোনে ফটো তোলাটা এখন অনেকেরই অন্যতম একটা সখ। ঘরোয়া যে কোন অনুষ্ঠান থেকে ঘুরতে যাওয়া বা রান্না যেকোন কিছুর ছবি তোলার হাতের নাগালের মধ্যে র মাধ্যম হল স্মার্ট ফোন।

 

অনেকে এই সখের মোবাইল ফটোগ্রাফি করলেও dlsr বা অত্যাধুনিক ক্যামেরা ব্যবহারকারীদের কাছে সেই ছবি পাত্তা পায় না, এই ভুল ধারণা কে ভেঙে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে প্রথম মোবাইল ফটোগ্রাফি প্রদর্শনী এর আয়োজন করে বেস্ট বেঙ্গল মোবাইল ফটোগ্রাফি নামক একটি ফেসবুক গ্রুপ। কলকাতার নন্দনে ২১, ২২ ও ২৩এ জুলাই অনুষ্ঠিত হয় এই প্রদর্শনী। দেশ বিদেশ মিলিয়ে প্রায় ১০০এর বেশি মোবাইল ফটোগ্রাফারের ২০০এর ও বেশী ছবি প্রদর্শিত হয়। গ্রুপের সদস্য সহ বাইরের লোকেদের কাছেও প্রশংসিত হয় ছবিগুলো। উদ্যোক্তাদের পক্ষ থেকে গ্রুপ এডমিন সুদীপ দাস ও সৌতম পাল জানান দুবছর আগে গ্রুপটি মোবাইল ফটোগ্রাফার দের উৎসাহিত করতেই খোলা হয়েছিল কিন্তু করোনা কালে এই ফটো প্রদর্শনী করা হয়ে ওঠে নি, এখন করোনা ভীতি কমতেই এই প্রদর্শনী র আয়োজন করা হয়েছে। মূলত ভালো ছবি তুলতে dslr বা অত্যাধুনিক ক্যামেরা লাগবেই এরম টা নয়, মোবাইলও যথেষ্ট ভালো ছবি তোলা যায় সেটা বোঝাতে ও মোবাইল ফটোগ্রাফার দের উৎসাহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রদর্শনীর পাশাপাশি ছবি গুলোকে নয়টি বিভাগে ভাগ করে যেমন নেচার, ল্যান্ডস্কেপ, ম্যাক্রো, স্ট্রিট, ওপেন মনোক্রম, পোট্রেট, ক্রিয়েটিভ ইত্যাদি প্রতিটা ভাগের থেকে বেস্ট ৩টি ছবি কে বিচারক দের দিয়ে বেছে নিয়ে সম্মানিত করা হয় ফটো ফ্রেম, সার্টিফিকেট, ব্যাগ সহ ট্রফি বা মেডেল প্রদানের মাধ্যমে। সকল অংশগ্রহণকারী কে গ্রুপের পক্ষ থেকে দেওয়া হয় ফটো ফ্রেম, সার্টিফিকেট ও ব্যাগ। এরম একটি মোবাইল ফটোগ্রাফি র প্ল্যাটফর্ম পাওয়ায় স্বভাবতই খুশি অংশগ্রহণকারী রা। তারা এখন তাকিয়ে রয়েছেন সামনের বছর আবার এরকম একটি প্রদর্শনীর।

6 thoughts on “||মোবাইল ফটোগ্রাফির প্রদর্শনী অনুষ্ঠিত হল কলকাতায়||

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *