পার্থর গ্রেফতারের পরেই বিস্ফোরক শুভেন্দু, বললেন এবার জেলা ভিত্তিক দালালদের ধরা প্রয়োজন।

তন্ময় চক্রবর্তী।।।শিক্ষক নিয়োগে দুর্নীতির ঘটনায় গ্রেফতার করা হয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কে। পাশাপাশি গ্রেফতার করা হয়েছে তার অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়কেও। আর এই পরিস্থিতিতে আরো অনেকেই এই দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছে বলে দাবি করছে বিরোধীরা। তবে পার্থ চট্টোপাধ্যায়ের মতো শীর্ষ স্তরের মন্ত্রীকে গ্রেফতার করা হলেও নিচুস্তরের যারা দালালের কাজ করছেন তাদেরকে গ্রেফতার করা উচিত বলে দাবি করেন রাজ্যের বিরোধী দলনেতা

। যেখানে বিভিন্ন জেলায় এই দালালরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বলে জানিয়েছেন তিনি। সূত্রের খবর এদিন সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে তিনি বলেন আমি বলব একেবারেই চুরাকে ধরা হয়েছে।। কিন্তু এ নিচে যে দালাল গুলো রয়েছে তাদের কেউ ধরা দরকার। পার্থবাবুর কাছে যারা টাকা পৌঁছে দিয়েছেন অসংখ্য জেলাভিত্তিক যে দালাল রয়েছে সেই দালাল গুলোকে ধরা উচিত। অর্থাৎ এই বক্তব্যের মধ্য দিয়ে সরাসরি রাজ্যের বিরোধী দলনেতা জেলাভিত্তিক যারা দুর্নীতি সঙ্গে যুক্ত তাদেরকে গ্রেফতারের দাবী জানালেন।। যার ফলে তৃণমূলের অনেক জেলা স্তরের হেভিওয়েট নেতা-নেত্রীরা চাপে পড়বে বলে এই দাবি করছে বিরোধীরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় সেদিকেই নজর থাকবে সকলে।এদিকে পার্থর গ্রেপ্তারের পরেই সারারাতদের বিভিন্ন জায়গার সাথে সাথে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন জায়গায় তৃণমূলের হেভি ওয়েট নেতাদের কপালে চিন্তার ভাঁজ পড়ে গেছে।সূত্রে খবর এই জেলতেও অনেক নেতাই নাকি এই শিক্ষক নিয়োগ দুনিতিতে জেলা স্তরের দালাল হয়ে কাজ করে গেছেন।বিভিন্ন জায়গায় কান পাতলেই শোনা যাচ্ছে।এবার তাদের কপালে চিন্তার ভাঁজ পরেছে।কারন একটাই এবার ইডি র ডাক তাদের কাছে আসবে না তো।তাই প্রচন্ড টেনশনে রয়েছে এই সমস্ত নেতারা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *