২১শে জুলাই রাষ্ট্রপতি ভোটের ফল ঘোষণা, নয়া রাষ্ট্রপ্রধানের অপেক্ষায় ভারত
1 min read২১শে জুলাই রাষ্ট্রপতি ভোটের ফল ঘোষণা, নয়া রাষ্ট্রপ্রধানের অপেক্ষায় ভারত
এনডিএ জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু নাকি বিরোধীদের প্রার্থী যশবন্ত সিনহা, কে হতে চলেছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি তা জানা জানা যাবে বৃহস্পতিবারই। গত সোমবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট হয়েছে, এ বার হবে গণনার পালা। বৃহস্পতিবারই হবে ষোড়শ রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগণনা।
এবারের রাষ্ট্রপতি নির্বাচনে লড়াই ছিল এনডিএ-র প্রার্থী দ্রৌপদী মুর্মু বনাম বিরোধী প্রার্থী যশবন্ত সিনহার। গত সোমবার দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোট দেন দেশের সাংসদ, বিধায়কেরা।নির্বাচনে জেতার জন্য প্রার্থীকে পাঁচ লক্ষ ৪৩ হাজার ২১৬টি ভোট পেতে হবে। ২১ জুলাই রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণার দিকেই এখন নজর দেশবাসীর। ২৫ জুলাই শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি। রাজনৈতিক মহলের মতে, এনডিএ জোটের প্রার্থী দ্রৌপদী মুর্মুর রাষ্ট্রপতি পদে জয়লাভ এখন শুধুই সময়ের অপেক্ষা।