বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ৩৫ জন ছাত্র একসাথে হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে শোরগোল পরে যায় বিদ্যালয়ে,হাসপাতালে নিয়ে যাবার পর চিকিৎসকদের তৎপরতায় সুস্থ
1 min readবিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ৩৫ জন ছাত্র একসাথে হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে শোরগোল পরে যায় বিদ্যালয়ে,হাসপাতালে নিয়ে যাবার পর চিকিৎসকদের তৎপরতায় সুস্থ
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ ১৯জুলাই: এমনিতেই প্রখর দাবদাহে সাধারন মানুষ প্রচন্ড সমস্যায় পড়েছে।ঘর থেকে প্রয়োজনীয় কাজ ছাড়া রাস্তা ঘটে কোন মানুষকে দেখা যাচ্ছেনা প্রচন্ড দাবদাহের কারনে। মঙ্গলবার বেলা ১১ টার সময় হঠাৎ করে কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ৩৫ জন পঞ্চম শ্রেণীর ছাত্র একসাথে অসুস্থ্য হয়ে পড়ে। এই ৩৫ জন পঞ্চম শ্রেণীর ছাত্র সবাই বি সেকশনের।একসাথে একটি ক্লাস রুমের ৩৫.জন পঞ্চম শ্রেণীর ছাত্র সবাই অসুস্থ হয়ে পরায় স্বাভাবিক ভাবেই বিদ্যালয় কর্তৃপক্ষ চিন্তিত হয়ে পড়ে। তৎক্ষণাৎ বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি নীলাঞ্জন সাহা এবং প্রধান শিক্ষক নন্দ সাহার মধ্যে ব্যাপক কর্ম তৎপরতা দেখা যায়।
পরিচালন সমিতির সভাপতি নীলাঞ্জন সাহা কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ফোন করে তাদের বিদ্যালয়ের ঘটনা জানিয়ে দেন।বিদ্যালয়ের শিক্ষক পার্থ দাসকে দিয়ে অসুস্থ ছেলেদেরকে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হসপিটালে দ্রুত পাঠানো হয়।সেখানে বিদ্যালয়ের ৩৫ জন ছাত্রকে চিকিৎসকরা একসাথে ভর্তি করে নেয়। ঘণ্টা খানেকের মধ্যেই চিকিৎসকরা বলেন চিন্তার কোন কারণ নেই। সবাই ভালো আছে। সবাই দ্রুত সুস্থ হচ্ছে।কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের চিকিৎসককে এর কারন কি জানতে চাইলে তিনি বলেন সম্ভবত ক্লাস রুমটি সেনিটাইজ করা সেইভাবে না থাকার কারনেই এই ঘটনা ঘটতে পারে। প্রধান শিক্ষক নন্দকুমার সাহা অবশ্য তা মানতে রাজি নন। তিনি বলেন কিছুদিন আগেই বিদ্যালয়ের সমস্তক্লাসরুম সেনেটাইজ করা হয়ছে। প্রাথমিক ভাবে জানা যায় এটি নাকি অ্যালার্জির কারনেও হতে পারে।।কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নন্দন কুমার সাহা বলেন বিদ্যালয়ের প্রতিটি ক্লাসরুম ভালোভাবে স্যানিটাইজ করা হয়েছে। তা সত্ত্বেও তিনি কালিয়াগঞ্জ পৌরসভায় এই ঘটনা জানালে পৌর সভা থেকে দ্রুত বিদ্যালয়ের ক্লাসরুম স্যানিটাইজ করবার জন্য চলে আসে।। প্রধান শিক্ষক নন্দ সাহা বলেন ছাত্ররা কিছুক্ষণ হাসপাতালে থাকার পর তাদেরকে চিকিৎসক ছেড়ে দেন। বর্তমানে ৩৫ জন ছাত্রই সুস্থ আছে বলে তিনি জানান। এই ঘটনায় কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয় সহ কালিয়াগঞ্জ শহরে দারুন চাঞ্চল্য দেখা যায়।