কালিয়াগঞ্জের কংগ্রেস নেতারা কি বিজেপিতে আসছেন ?
1 min read
তন্ময় চক্রবত্তী ঃ- উপড়তলায় কি হচ্ছে চুলাই যাক। নিচের তালার আমরা ঠিক।রাজনিতিতে কোন কিছু অসম্ভব নয়৷ রাজনিতির এই ধ্রুব সত্য কথা আবাও প্রমান হল উত্তর দিনাজপুর জেলায় নিজেদের অস্থিত্ব রক্ষার তাগিতে এবার কার্যত বিজেপির কাছে আত্নসমর্পন করল কংগ্রেস, পঞ্চায়েতের বোর্ড গঠন করতে গিয়ে।
যখন কংগ্রেস সামনের লোকসভা নির্বাচনের আগে বিজেপির সাথে মোকাবিলা করার জন্য দেশ জুরে সমস্ত ধর্মনিরেপক্ষ্য রাজনৈতিক দলগুলিকে নিয়ে একজোট হওয়ার স্বপ্ন দেখাছে ঠিক তখন উল্টাপথে হাটল উত্তর দিনাজপুর জেলার কংগ্রেস। এবার তারা তৃনমুল কে ঠেকাতে বিজেপির কাছে নিতির <
span style="font-family: "vrinda" , "sans-serif"; font-size: 16.0pt; line-height: 115%;">বিসর্জন দিল ।
যদিও উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের নেতৃত্ব ও কালিয়াগঞ্জ কংগ্রেসের দাবী এব্যাপারে তাদের কোন নির্দেশ ছিল না, যা হয়েছে তা স্থানীয় স্তরে হয়েছে।যদিও কংগ্রেসের এই ধরনের কথা মানতে নারাজ বহু প্রবীন কংগ্রেসরাও।
তারা বলেন আজকের দিনে নিতি বোধের কোন বালাই নেই। স্বার্থ সিদ্ধির জন্য রাজনিতিতে কোন কিছুই অসম্ভব নয়। তাই যা হওয়ার তাই হল কালিয়াগঞ্জের মালগাও এ । তবে এটা ঠিক হল না বলে তারা মন্তব্য করেন ।
সরকারি নির্দেশ অনুসারে ২৩ তারিখ থেকে আগামী ২৮ তারিখ পর্যন্ত জেলার ৯৮ টি গ্রাম পঞ্চায়েতের বোর্ড
গঠন করতে হবে।আর সেই লক্ষে বৃহস্পতিবার টানটান উত্তেজনার মধ্যে দিয়ে বোর্ড গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়।
গঠন করতে হবে।আর সেই লক্ষে বৃহস্পতিবার টানটান উত্তেজনার মধ্যে দিয়ে বোর্ড গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়।
কিন্তু জেলার মালগাও গ্রামপঞ্চায়েত নতুন নজীর তৈরী করে দিল কালিয়াগঞ্জের রাজনিতির
ময়দানে। যা আগে কখন কালিয়াগঞ্জের মানুষ দেখে নি। বিজেপির কাছে আত্মসমর্পন করে কালিয়াগঞ্জের কংগ্রেস কার্যত জানিয়ে দিল যে আগামী দিনে যদি তারা কখনো কংগ্রেস ছেড়ে বিজেপিতেও যেতে চায় তাহলে যাতে বিজেপি তাদের রাস্তা খোলা রাখে।
ময়দানে। যা আগে কখন কালিয়াগঞ্জের মানুষ দেখে নি। বিজেপির কাছে আত্মসমর্পন করে কালিয়াগঞ্জের কংগ্রেস কার্যত জানিয়ে দিল যে আগামী দিনে যদি তারা কখনো কংগ্রেস ছেড়ে বিজেপিতেও যেতে চায় তাহলে যাতে বিজেপি তাদের রাস্তা খোলা রাখে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এবার পঞ্চায়েত নির্বাচনের সময় মালগাও গ্রামপঞ্চায়েতে যে কংগ্রেস ও বিজেপি একে অপরের শত্রু হয়ে লড়াই করেছিল বৃহস্পতিবার বোর্ড় গঠনের সময় তারাই মিত্র হয়ে বাজিমাৎ করে দিল। তার কারন একটাই এখানে মোট ১৯ টি আসনের মধ্যে পঞ্চায়েত নির্বাচনের সময়ে যে কংগ্রেস সিপিআইএম মহাজোট করে পায় পাচটি, বিজেপি সাতটি,তৃনমুল কংগ্রেস পাচটি এবং নির্দল পায় ২ টি আসন। ফলে একক ভাবে সংখ্যাগরিষ্ট নেই বোর্ড গঠন করার বিজেপির।বোর্ড গঠন করতে দরকার আরো কিছু আসন। তাই বিজেপিকে কংগ্রেস ও সিপিআইএম সমর্থক দিয়ে জানিয়ে দিল তারা বোর্ড গঠন করলে তারা তাদের সমর্থন করবে ৷ তবে আবদার ছিল একটাই বড় দাদা বিজেপির কাছে ভাই হিসাবে কংগ্রেস এর যেন উপপ্রধান এর পদ তাদের দেওয়া হয় ।আর দাদা হয়ে বিজেপির সঙ্গে সঙ্গে ভায়ের আবদার মেনে নিয়ে তাদের জানিয়ে দিল সেটাই হবে। ফলে মালগাও গ্রামপঞ্চায়েতের প্রধান পদে বিজেপির কলাবতি বর্মন আর উপপ্রধান হিসাবে কংগ্রেস এর গৌতম বর্মন মানোনিত হলেন ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ফলে বৃহস্পতিবার মালগাও গ্রামপঞ্চায়েত অফিসে চত্বর যেন গেরুয়া সবুজের মিশ্রনে নতুন রংএর সমাহার দেখা যায় ।কংগ্রেস নেতাদের দেখা যায় বিজেপি নেতাদের কাছে পেয়ে আনন্দে
কোলাকুলি করতে । এদিকে কালিয়াগঞ্জের টাউন কংগ্রেস সভাপতি
সুজিত দত্ত কে এবপারে প্রশ্ন করলে তিনি বলেন,তারা এব্যাপারে কিছুই জানেন না। স্থানীয় স্তরে যদি এমন কিছু হয় তাহলে তাদের কিছুই করার নেই। তবে তৃনমুল কে ঠেকাতে তাদের কোন জায়গার নিতির বিসর্জন ও দিতে হলে দিতে হবে এতে কিছুই করার নেই। বিজেপির জেলা কমেটির সদস্য
রুপক রায় বলেন কংগ্রেস বাধ্য হয়ে তাদের শরনাপন্ন হয়েছে।কারন তারা এখন অস্থিত্ব সঙ্কটে ভুগছে। তারা যদি
বিজেপিকে সমর্থক করে তাহলে আর কি করা যাবে । এদিকে এক কদম উস্কে দিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক বিজেপির নেতা বলেন আগামীদিনে কংগ্রেসএর অনেক বড় বড় নেতাই বিজপিতে আসার জন্য পা বাড়িয়ে আছেন। গোপনে গোপনে তারা বিজেপির নেতৃত্বের সাথে বোঝাপড়া ইতিমধ্যে শুরু করে দিয়েছেন তার একটি মাত্র কারন তাদের পায়ের তলায় মাটি নেই। তৃনমুলের ভয়ে এখন কংগ্রেস বাধ্য হয়েই বিজেপিকে সমর্থক করছ ।
কোলাকুলি করতে । এদিকে কালিয়াগঞ্জের টাউন কংগ্রেস সভাপতি
সুজিত দত্ত কে এবপারে প্রশ্ন করলে তিনি বলেন,তারা এব্যাপারে কিছুই জানেন না। স্থানীয় স্তরে যদি এমন কিছু হয় তাহলে তাদের কিছুই করার নেই। তবে তৃনমুল কে ঠেকাতে তাদের কোন জায়গার নিতির বিসর্জন ও দিতে হলে দিতে হবে এতে কিছুই করার নেই। বিজেপির জেলা কমেটির সদস্য
রুপক রায় বলেন কংগ্রেস বাধ্য হয়ে তাদের শরনাপন্ন হয়েছে।কারন তারা এখন অস্থিত্ব সঙ্কটে ভুগছে। তারা যদি
বিজেপিকে সমর্থক করে তাহলে আর কি করা যাবে । এদিকে এক কদম উস্কে দিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক বিজেপির নেতা বলেন আগামীদিনে কংগ্রেসএর অনেক বড় বড় নেতাই বিজপিতে আসার জন্য পা বাড়িয়ে আছেন। গোপনে গোপনে তারা বিজেপির নেতৃত্বের সাথে বোঝাপড়া ইতিমধ্যে শুরু করে দিয়েছেন তার একটি মাত্র কারন তাদের পায়ের তলায় মাটি নেই। তৃনমুলের ভয়ে এখন কংগ্রেস বাধ্য হয়েই বিজেপিকে সমর্থক করছ ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এদিকে সবত্র কানাঘুষা
চলছে যে ভাবে কালিয়াগঞ্জে কংগ্রেস নেতারা বিজেপির সাথে মাখামাখি করছে তাতে আগামী কিছু দিনের
মধ্যে যদি কালিয়াগঞ্জের বিধায়ক প্রমথ
নাথ রায় ,কালিয়াগঞ্জের টাউন কংগ্রেস সভাপতি সুজিত দত্ত সহ এখানকার কংগ্রেস নেতারা যদি বিজেপিতে যায় তা হলে অবাক হওয়ার কিছু নেই । কারন রাজনিতিতে শেষ কথা
বলে কিছু নেই ।
চলছে যে ভাবে কালিয়াগঞ্জে কংগ্রেস নেতারা বিজেপির সাথে মাখামাখি করছে তাতে আগামী কিছু দিনের
মধ্যে যদি কালিয়াগঞ্জের বিধায়ক প্রমথ
নাথ রায় ,কালিয়াগঞ্জের টাউন কংগ্রেস সভাপতি সুজিত দত্ত সহ এখানকার কংগ্রেস নেতারা যদি বিজেপিতে যায় তা হলে অবাক হওয়ার কিছু নেই । কারন রাজনিতিতে শেষ কথা
বলে কিছু নেই ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});