January 12, 2025

বালুরঘাটের অযোধ্যা কে.ডি বিদ্যানিকেতনের ছাত্র ছাত্রীরাও এগিয়ে এলো কেরল বাসির পাশে

1 min read
কমল কুমার বিশ্বাস,বালুরঘাট,23 শে আগস্ট:-ছাত্র ছাত্রীরাই জাতির ভবিষ্যত -এই কথার স্বার্থক প্রতিফলন ঘটলো দক্ষিণ দিনাজপুরের অযোধ্যা কে.ডি.বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে l   প্রসঙ্গত বিধ্বংসী বন্যায় তিনশতর বেশি মানুষ এর মৃত্যু এবং তদ সহ বিষয় সম্পত্তির ব্যাপক ক্ষতি হয় কেরালায় l
 সারা পৃথিবী জুড়ে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন সংগঠন এমন কি বেশ কিছু দেশও এগিয়ে এসেছে সাহায্যের হাত বাড়িয়ে l আজ বালুরঘাটের অযোধ্যা কে.ডি বিদ্যানিকেতনের ছাত্র ছাত্রীরাও এগিয়ে এলো কেরল বাসির পাশে,কেরল বাসীর জন্য l কেরালার এই সংকট পূর্ণ সময়ে এই স্কুলের দশম শ্রেণীর রিম্পা মন্ডল,রিয়া দাস ; নবম শ্রেণীর বিউটি দেবনাথ ,প্রিয়াঙ্কা মন্ডল ,পল্লব বর্মন; অষ্টম শ্রেণীর আকাশ দেবনাথ;পঞ্চম শ্রেণীর তনা সিংহ দের উদ্যোগে ছাত্র ছাত্রীরা তাদের টিফিনের পয়সা বাঁচিয়ে পয়সা সংগ্রহ করলো কেরালার বন্যায় সর্বহারা মানুষ গুলোর জন্য অর্থ lছাত্র ছাত্রীদের এই মহান  উদ্যোগে সামিল হন ওই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও l
 শিক্ষক দেবাশীষ মন্ডল সর্ব প্রথম অর্থ দান করে এই মহতী উদ্যোগের শুভারম্ভ করেন l এরপর একে একে তুহিন শুভ্র মন্ডল ,পলাশ মন্ডল ,অর্পিতা হালদার,অনিমেষ মালাকার সহ সকল শিক্ষক দান বাক্সে সাহায্যের অর্থ তুলে দেন l  এপ্রসঙ্গে ওই বিদ্যালয়ের শিক্ষক তুহিন বাবু বলেন ,”আমাদের বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের দ্বারা নেয়া এমন মহতী উদ্যোগে সামিল হতে পেরে গর্বিত বোধ করছি এবং অন্যান্য সকলকে আহ্বান করছি আপনারাও এগিয়ে আসুন l” 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *