আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে কালিয়া গঞ্জে কংগ্রেসের নব সংকল্প শিবির-
1 min readআসন্ন পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে কালিয়া গঞ্জে কংগ্রেসের নব সংকল্প শিবির-
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১জুলাই:সামনেই এ রাজ্যে ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচন। তাই পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ ভেবে কালিয়াগঞ্জের জাতীয় কংগ্রেস ইতিমধ্যেই ঘর গোছাতে শুরু করে দিল। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের মারওয়ারিপট্টির হনুমান ভবনে কংগ্রেস দলের বুথ ভিত্তিক সংগঠনকে মজবুত করার লক্ষে নব সংকল্প শিবিরের আয়োজন করে।এই রাজনৈতিক শিবিরের অন্যতম বক্তা ছিলেন উত্তর দিনাজপুর জেলা যুব কংগ্রেসের সভাপতি তুষার কান্তি গুহ।
যুব সভাপতি তুষার গুহ উপস্থিত কালিয়াগঞ্জ ব্লকের ৮টি অঞ্চল থেকে আগত বুথ স্তরের কর্মীদের উদ্দেশ্যে বলেন এ রাজ্যের শাসক দল কোন ভাবেই চায়না রাজ্যে বিরোধী দলের কোন অস্তিত্ব থাকুক।কিন্তু আমরা চাইবো আমাদের কাজের মাধ্যমেই মানুষ কংগ্রেসকে গ্রাম পঞ্চায়েত দখলের সুযোগ করে দিক।তাই সময় থাকতেই আমাদের এক্ষুনি।গ্রামে গ্রামে গিয়ে মানুষদের এই রাজ্যের অপশাসনের কথা বুঝিয়ে তাদের কংগ্রেস মুখী করে তুলতে হবে।কালিয়াগঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি সুজিত দত্ত বলেন এই রাজ্যের মানুষ যদি নিজের ভোট নিজের পছন্দের মানুষকে দিতে পারে তাহলে এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল দল শাসন ক্ষমতায় থাকার যোগ্যতা হারিয়ে ফেলবে এটা নিশ্চিতভাবেই বলা যায়। কালিয়াগঞ্জ শহর কংগ্রেস সভাপতি তুলসী জয়সোয়াল বলেন এ রাজ্যের মানুষ বর্তমান তৃণমূল সরকারের প্রতি ক্ষেত্রে দুর্নীতির কারনে অতিষ্ট ও আতঙ্কিত হয়ে পড়েছে। চাকরি ক্ষেত্রে দুর্নীতি এই রাজ্যে কুটির শিল্পের রূপ নিয়েছে। লক্ষ লক্ষ অর্থের বিনিম়য়ে অযোগ্য ছেলেরা চাকরি পাচ্ছে আর শিক্ষিত টেট পাস করা যুবক যুবতীরা কলকাতায় মাসের পর মাস ধর্নায় বসছে প্রকৃত বিচারের আসায়।তুলসী বাবু বলেন আমাদের পরবর্তী প্রজন্মের জন্যই এই সরকারের অপসারন অত্যন্ত জরুরী।নব সংকল্প শিবিরের সংগঠনিক আলোচনার সাথে সাথে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ধরনের জনবিরোধী নীতির প্রতিবাদ করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন জেলা মহিলা কংগ্রেসের অলকা সরকার,যুব কংগ্রেস নেতা সৌম্য দত্ত,যুব নেতা গিরিধারি প্রামাণিক, মহিলা কংগ্রেসের মঞ্জুরি দত্ত দাম, জপেন দেব শর্মা এবং তন্ময় দত্ত