উওর দিনাজপুর জেলার হুল দিবসের প্রধান অনুষ্ঠান করণদিঘী ব্লকের আলতাপুর হাইস্কুলে মাঠে
1 min readউওর দিনাজপুর জেলার হুল দিবসের প্রধান অনুষ্ঠান করণদিঘী ব্লকের আলতাপুর হাইস্কুলে মাঠে
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৩০ জুন: বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার করণদীঘি ব্লকের আলতাপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যান ও আদিবাসী দপ্তরের ব্যবস্থাপনায় ও উত্তর দিনাজপুর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহায়তায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বেলা ১১টায় দুইদিন ব্যাপী হুল দিবসের প্রথম দিনের অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানের সূচনা করেন উত্তর দিনাজপুর জেলার সভাধিপতি কবিতা বর্মন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলার জেলা শাসক অরবিন্দ কুমার মিনা,ইসলামপুর পৌর সভার পৌর পিতা কানাইয়া লাল আগরওয়াল,করনদীঘির বিধায়ক গৌতম পাল,করন দীঘির সমষ্টি উন্নয়ন আধিকারিক নীতিশ তামাং সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগন।হুল দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিগণ। হুল দিবস উপলক্ষে আলতাপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ব্যাপক আদিবাসী সম্প্রদায়ের মানুষের সমাগম হয়।এই উপলক্ষে রাজ্যের জেলা প্রশাসন জেলার বিভিন্ন দপ্তরের স্টল বসানো হয় সরকারের বিভিন্ন পরিষেবা প্রদান করবার লক্ষে। জানা যায় হুল দিবসকে আরো তাৎপর্যপূর্ন করে তুলতে একটি রক্ত দান শিবিরের আয়োজন করা হয়।হুল দিবস উপলক্ষে শুক্রবার বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় বলে জানা যায়।