বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করল দাসপাড়া নবদিশা এডুকেশন এন্ড আয়েলফেয়ার সোসাইটি
1 min read
জয়দেব গোপ চোপড়া ২৭ আগস্ট: বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করল দাসপাড়া নবদিশা এডুকেশন এন্ড আয়েলফেয়ার সোসাইটি। গোয়াবাড়ি এম এস কে তে এই চক্ষু পরীক্ষা শিবিরটি আনুষ্ঠিত হয়। এলাকার বিভিন্ন গ্রাম থেকে চক্ষু রোগ জনিত রোগীরা বিনামূল্যে চক্ষু পরীক্ষা করান। আয়োজক সংস্থার পক্ষ থেকে জানিয়েছেন মোট ৫৮ জনের চক্ষু পরীক্ষা করা হয়েছে এবং প্রয়োজনীয় ওষুধ পত্র দেওয়া হয়েছে। চক্ষু পরীক্ষা করেন শিলিগুড়ি গ্রেটার লায়ন্স আই হাসপাতাল।