সৃজনীর সাংস্কৃতিক সন্ধ্যা-
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পতি কার্তিক চন্দ্র পাল,আন্দামান থেকে আগত ভারত সেবাশ্রম সংঘের স্বামী হরিপদাসনন্দজী মহারাজ,স্বামী জতিরমযানন্দ মহারাজ,স্বামী সিবাত্মানন্দজী মহারাজ,গৌর কুন্ডু,অধ্যাপক পবিত্র কুমার বর্মন ও প্রদীপ কুন্ডু।চেয়ারম্যান কার্তিক চন্দ্র পাল বলেন আজকের এই অনুষ্ঠানে কচিকাঁচারা অংশগ্রহণ করে তাদের দলগত উন্নতমানের নৃত্য শৈলী তুলে ধরেছে তা প্রশংসার যোগ্য।চেয়ারম্যান কার্তিক পাল বলেন আগামী নভেম্বর মাসে পৌরসভার যে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানের মাধ্যমে আজকে যারা এই অনুষ্ঠানে অংশগ্রহন করেছো তোমাদের সবাইকে পৌরসভার পক্ষ পুরষ্কৃত করা হবে বলে প্রতিশ্রুতি দেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});