January 11, 2025

সৃজনীর সাংস্কৃতিক সন্ধ্যা-

1 min read
তপন চক্রবর্তী-:- -সোমবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ নজমু নাট্য নিকেতনে স্বর্গীয় সঙ্গীত শিক্ষিকা তারাদেবী চক্রবর্তী স্মরণে সঙ্গীতা মিউজিকএত কলেজ শিক্ষায়তনের সমন্বয়ে সঙ্গীত-


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

-নৃত্য সাংষ্কৃতিক সন্ধ্যা সৃজনীর সূচনা হয় স্বপ্না চক্রবর্তী,বিথীকা সাহা,বিষ্ণু মহন্ত,কৌশিক সাহা বৈশালী সাহা ও মীনাক্ষী ঘোষের সমবেত সঙ্গীতের মধ্য দিয়ে।

বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পতি কার্তিক চন্দ্র পাল,আন্দামান থেকে আগত ভারত সেবাশ্রম সংঘের স্বামী হরিপদাসনন্দজী মহারাজ,স্বামী জতিরমযানন্দ মহারাজ,স্বামী সিবাত্মানন্দজী মহারাজ,গৌর কুন্ডু,অধ্যাপক পবিত্র কুমার বর্মন ও প্রদীপ কুন্ডু।চেয়ারম্যান কার্তিক চন্দ্র পাল বলেন আজকের এই অনুষ্ঠানে কচিকাঁচারা অংশগ্রহণ করে তাদের দলগত উন্নতমানের নৃত্য শৈলী তুলে ধরেছে তা প্রশংসার যোগ্য।চেয়ারম্যান কার্তিক পাল বলেন আগামী নভেম্বর মাসে পৌরসভার যে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানের মাধ্যমে আজকে যারা এই অনুষ্ঠানে অংশগ্রহন করেছো তোমাদের সবাইকে পৌরসভার পক্ষ পুরষ্কৃত করা হবে বলে প্রতিশ্রুতি দেন। 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা বলেন অবক্ষয়ের যুগে বাংলার সংস্কৃতি যারা ধরে রাখতে শচেস্ট তারা অভিনন্দন পাবার যোগ্য।অনুষ্ঠানে স্বর্গিয়া তারাদেবী চক্রবর্তীর 74বছরের ছাত্রী সঙ্গীত পরিবেশন করেন।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

অনুষ্ঠানে সমবেত সঙ্গীত এ প্রদীপ কভু নিভিবেনা,সমবেত নৃত্য মঙ্গল দ্বীপ জ্বেলে, সমবেত সঙ্গীত ধিতাং ধিতাং বোলে, সমবেত নৃত্য জাগরে জাগরে আজ,সমবেত কত্থক নৃত্য,আদিবাসী নৃত্য,রাজস্থানী নৃত্য,বিহু নৃত্য পরিবেশন করে সঙ্গীতা মিউজিক কলেজের ছাত্রীরা।অত্যন্ত দক্ষতার সাথে।সঙ্গতে সহ যোগীতা করেন সুকান্ত চক্রবর্তী।অনুষ্ঠানটি সুচারুরূপে সঞ্চালনা করেন সনৎ সাহা।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *