December 23, 2024

নদিয়াকে হারিয়ে সরলা মহিলা ফুটবল একাডেমী চ্যাম্পিয়ন

1 min read

নদিয়াকে হারিয়ে সরলা মহিলা ফুটবল একাডেমী চ্যাম্পিয়ন

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ ১৩জুন:সম্প্রতি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমার নন্দঝারে নন্দঝাড় ছাত্র সমাজের উদ্যোগে মহিলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় দক্ষিণ দিনাজপুর জেলার সরলা ফুটবল একাডেমী নদিয়াকে ৩-২ গোলে ট্রাই বেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন গোয়াল পোখর থানার এস আই করিমুল হক,গ্রাম পঞ্চায়েত প্রধান এম ডি আসলাম, ট্রাফিক ওসি নির্মল সরকার, এস ডি এস এর কার্যকরী সভাপতি দেবাশীষ চক্রবর্তী,বিশিষ্ট সমাজসেবী তপন কুমার সাহা বিশিষ্ট সাংবাদিক সুশান্ত নন্দী।

জানা যায় এই মহিলা ফুটবল খেলায় শিলিগুড়ি,কলকাতা,নদীয়া, কাটিহার দক্ষিণ দিনাজপুর,সোনারপুর এবং ইসলামপুরের নন্দঝাড় অংশ গ্রহন করে বলে জানা যায়।খেলায় চ্যাম্পিয়ন দলকে প্রাইজ মানি হিসাবে ১৫০০০হাজার এবং রানার্স দলকে ১০,০০০হাজার টাকা দেওয়া হয়।খেলায় সরলা ফুটবল একাডেমির ক্যাপ্টেন সুস্মিতা সরকার ওমান অফ দি টুর্নামেন্ট ছাড়াও তিন জন বিশিষ্ট মহিলা খেলোয়াড়দের সন্মাননা দেওয়া হয়।মহিলা ফুটবল খেলাকে দেখতে নন্দ ঝাড় গ্রামে প্রচুর দর্শকের সমাগম হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *