সারা দেশের সাথে রায়গঞ্জ চালু হল ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তন্ময় দাস,উত্তর দিনাজপুরঃ আজ শনিবার উত্তর দিনাজপুর জেলার প্রান কেন্দ্র রায়গঞ্জ শহরে অবস্থিত মুখ্য ডাকঘ। সেই ডাকঘরে চালু হল ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক।খুশি উত্তর দিনাজপুর জেলার সাধারণ মানুষ, বিগত বছরে এই ডাকঘড়ে চালু হয়েছি পাসপোর্ট বানানোর কাজ তাতে য়েমন আনন্দিত হয়েছেন জেলার মানুষ ঠিক সেই ভাবে এই বারো আনন্দিত শহর বাসী। সারা ভারতে মোট ৬৫০ টি পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের সঙ্গে আজ এই ব্যাঙ্কটির সূচনা হল রায়গঞ্জ এ । এদিন বিশেষ দিনে এক অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হয়। এই দিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ মহঃ সেলিম, সম্মানিয় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত, সুপারিনটেনডেন্ট দীনেশ হেমব্রম সহ অন্যান্যরা। বিভিন্ন ডাকঘরের কর্মীরা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});