January 11, 2025

7ই অক্টোবর 2018 ' Glamour হান্ট শো- সিজন 2 '

1 min read

দেবাঞ্জলী চক্রবর্তী: দুর্গাপুর:

” Poster ke jungle mein/
Glamour ke daldal mein….

Main heroine hoon” —- হিন্দী এই গানটি কিন্তু বর্তমান প্রজন্মের যুবক-যুবতীদের মনে প্রাণে বেশ প্রভাবিত করে বিশেষ করে তাদের যারা নিজেদেরকে glamour  দুনিয়ায় প্রতিষ্ঠিত করতে চায়,  স্বপ্ন দেখে glamour দুনিয়ায় মডেলিং, অভিনয় করতে।
আর  এই সকল উঠতি মডেলদের জন্যই জাংশন (junction)  উপস্থাপনায়, ফোনিক্সের ব্যাবস্থাপনায় “স্টার অফ বেঙ্গল ” গতবারের ন্যায় এইবছর ও অনুষ্ঠিত করতে চলেছে 7ই অক্টোবর 2018  ‘ Glamour হান্ট শো- সিজন 2 ‘ যার নির্দেশনায় রয়েছেন শ্রী অনির্বাণ  রায়। 
আজ ছিল তার ফটোগ্রাফি কারনিভাল। বিভিন্ন শহর থেকে এসে যোগ দেন এই কারনিভালে ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 নির্বাচিত যুবক- যুবতিদের নিয়ে 7 ই অক্টোবর দুর্গাপুরে অনুষ্ঠিত হবে প্রধান শো তা এক উৎসবের সমান । বিচারকের আসনেও থাকবে চাঁদের হাট তথা অভিনেত্রী রূপা ভট্টাচার্য এবং অভিনেত্রী পিয়ালি দাস। সিজন-2 এর  বিজয়ীর মুকুট কার মাথায় শোভা পায় এখন সেটাই দেখার ।
মিডিয়া পার্টনার:  বর্তমানের কথা।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *