January 11, 2025

কালিয়াগঞ্জ মিউনিসিপ্যাল স্পোর্টস এসোসিয়েশনের উদ্যোগে ফুটবল,ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা নামানোর সিদ্ধান্ত-

1 min read
-তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ–রবিবার কালিয়াগঞ্জ পৌরসভার মিটিং হলে কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যানের উপস্থিতিতে কালিয়াগঞ্জ শহরে খেলাধুলার উন্নয়নের স্বার্থে কালিয়াগঞ্জ মিউনিসিপ্যাল স্পোর্টস এসো সিয়েশনের উদ্দ্যগে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথমত সিদ্ধান্ত হয় আগামী ১৫ই সেপ্টেম্বর থেকে ১৭ই সেপ্টেম্বর পৌর সভার স্টেডিয়াম মাঠে একটি নক-আউট ফুটবল টুর্নামেন্ট নামানো হবে।এই খেলায় শুধুমাত্র কালিয়াগঞ্জ ব্লকের বিভিন্ন ফুটবল সংস্থা   অংশগ্রহণ করতে পারবে।কালিয়াগঞ্জ মিউনিসিপ্যাল স্পোর্টস এসো সিয়েশনের যুগ্ম সম্পাদক নারায়ন দাস ও ধীমান সাহা বলেন খেলা শুরু হবে এলাকার ভ্যাটারন খেলোয়াড়দের প্রীতি ম্যাচ দিয়ে।কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান  তথা মিউনিসিপ্যাল স্পোর্টস এসো সিয়েশনের সভাপতি কার্তিক পাল বলেন শুধু ফুটবল নয় কালিয়াগঞ্জ শহরের  ভলিবল ও  ব্যাডমিন্টন খেলোয়ারদের উৎসাহ দিতে আগামী ২৬শে ও২৭,২৮শে অক্টোবর। একদিনের ভলিবল টুর্নামেন্ট ও দুইদিনের ব্যাডমিন্টন খেলা নামানো হচ্ছে।কালিয়াগঞ্জ মিউনিসিপ্যাল স্পোর্টস এসো সিয়েশনের উদ্যোগে যে খেলধুলা হবে তার সমস্ত ব্যয়ভার পৌরসভা বহন করবে বলে চেয়ারম্যান কার্তিক পাল বলেন।তিনি বলেন খেলাধুলার মান বজায় রাখার জন্য মিউনিসিপ্যাল স্পোর্টসের উদ্যোক্তাদের নজর রাখতে হবে বিশেষভাবে।আজকের বৈঠকে অন্যান্যদের  মধ্যে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পৌর সভার ভাইস-চেয়ারম্যান বসন্ত রায় ,পৌর সভার নির্বাহী আধিকারিক জনার্দন বর্মন,স্পোর্টস এসো সিয়েশনের ভাইস-চেয়ারম্যান সুদীপ ভট্টাচার্য,তপন কুন্ডু,গৌতম ভট্টাচার্য,শচীন গুহ,প্রণব সাহা,সান্তনু দেবগুপ্ত ও কালিয়াগঞ্জ থানার প্রতিনিধি হিসাবে এস আই অতনু চক্রবর্তী এবং বিভিন্ন ওয়ার্ডের বেশ কয়েকজন ওয়ার্ড কমিশনার গন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *