কালিয়াগঞ্জ নক-আউট ফুটবলের ফাইনালে রাতন একাদশ
1 min read
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ-,রবিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ কলেজ মাঠে কালিয়াগঞ্জ নক-আউট ফুটবল খেলার প্রথম সেমিফাইনালে রাতন একাদশ ভেলাই একাদশকে ২–০গোলে পরাজিত করে ফাইনালে উঠে।রাতন একাদশের সুনীল দেবশর্মা র্খেলার প্রথমার্ধে দুটি গোল করে।ভেলাই একাদশ বেশ কিছু সুযোগ পেয়েও সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। আগামী ৯ই সেপ্টেম্বর ফাইনাল খেলা হবার পুর্বে দ্বিতীয় সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ভান্ডার একাদশের সাথে আদিবাসী কোচিং ক্যাম্পের।সেই খেলায় যে দল ফাইনালে উঠবে তার সাথে রাতন একাদশের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বলে জানালেন রুদ্রবীনা প্লে ওয়ার্ল্ড কোচিং ক্যাম্পের সম্পাদক তরুণ গুহ।