January 11, 2025

জন্মাষ্টমী উপলক্ষে চোপড়ার সোনাপুরে অনুষ্ঠিত হল বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান

1 min read
 জয়দেব গোপ চোপড়া ৫ সেপ্টম্বর: জন্মাষ্টমী উপলক্ষে চোপড়ার সোনাপুরে অনুষ্ঠিত হল বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন সকাল থেকে চলে বিভিন্ন অনুষ্ঠান যেমন, গীতা পাঠ, গো মাতা পূজা, স্বাগত মিলন এবং বিশাল শোভাযাত্রা ও মাখন হাঁড়ি ভাঙ্গা প্রতিযোগিতা। সোনাপুর মর্নিং প্রাথমিক বিদ্যালয় থেকে একটি বিশাল শোভাযাত্রা বের করা হয়।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 এই শোভাযাত্রাটি সোনাপুর মর্নিং প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে সোনাপুর বাজার ও বাসষ্ট্যান্ড পরিক্রমা করে স্কুল মাঠে এসে শেষ হয়। তারপর চলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মূল আকর্ষণ বিশাল শোভাযাত্রা ও মাখন হাঁড়ি ভাঙ্গা প্রতিযোগিতা। অনুষ্ঠানের আয়োজক সোনাপুর হাট, চোপড়া প্রক্ষন্ড স্বাগত সমিতি। কমিটির পক্ষে কিষান মিত্তল ও রাধাকান্ত রায় জানান, প্রতিবছর তারা জন্মাষ্টমীর দুই দিন পর এই অনুষ্ঠানের আয়োজন করেন এবং এবারে তাদের পঞ্চম বর্ষ।অনুষ্ঠানের মূল উদ্যোক্তা বিশ্ব হিন্দু পরিষদ । এবং এই অনুষ্ঠানে বিভিন্ন জেলা ছাড়াও ভিন রাজ্য থেকেও ভক্তরা

এই অনুষ্ঠানে যোগ দেন।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *