আশঙ্কা শহরবাসীর,যে কোন মুহূর্তে ভেঙে পড়তে পারে ধনকোল সেতু,পূর্ত দপ্তর নজর দিক
1 min read
তপন চক্রবর্তী-উত্তর দিনাজপুর–উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের উপর দিয়ে যাওয়া রাজ্য সড়কের উপর ধনকোল সেতুটির অবস্থা দীর্ঘদিন থেকেই নড়বড়ে হয়ে আছে।সম্প্রতি পূর্ত দপ্তর ধনকোল সেতুটির আসল সংস্কারের কাজ না করে সেতুর দুপাশের রেলিং ভেঙে তার সংস্কারের কাজ শুরু করেছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পূর্ত দপ্তর কি জানেন এই সেতুর হাল কি?সেতুর আসল কাজ না করে দুইপাশের রেলিং এর সৌন্দর্য করলেই কি সেতুটি মজবুত হয়ে যাবে?কালিয়াগঞ্জ তথা ধনকোলের বাসিন্দাদের দাবি রাজ্য সরকারের পূর্ত দপ্তরের উচিৎ অবিলম্বে এই সেতুটির খোলনালচে না ঠিক করা হলে মাঝেরহাটের মত অবস্থা হলে তখন কারো কিছু করার থাকবেনা।তাই সময় থাকতেই ধনকোলের গুরুত্বপূর্ন সেতুটির দিকে পূর্ত দপ্তরের জেলা আধিকারিকদের নজর দেওয়া অত্যন্ত জরুরি বলেই মনে করে কালিয়াগঞ্জের বাসিন্দারা।কেননা এই সেতুর উপর দিয়ে সকাল থেকে সারারাত ভারিভারি লরি সহ প্রচুর যাত্রীবাহী গাড়ি যাতায়াত করে থাকে।তাই আগে থেকেই পূর্ত দপ্তরের সাবধান হওয়া উচিৎ।কাকিয়াগঞ্জের ধনকোল সেতুর সংস্কারের দাবিতে খুব শীঘ্রই বিজেপি আন্দোলনে নামছে বলে বিশ্বস্তসূত্রে জানা যা
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
য়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});