January 11, 2025

উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভা উদ্যোগে অনুষ্ঠিত হতে চলছে পৌর উৎসব

1 min read

তন্ময়  চক্রবত্তীঃ- শুধু মাত্র  পিচের কংক্রিট রাস্তার মাধ্যমে একটা জায়গায়
উন্নয়ন হতে পারে না
, উন্নয়ন তখনই
সম্ভব যখন সেখানকার সাংস্কৃতিক চর্চা কে তুলে ধরা যাবে সবার সামনে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় কালিয়াগঞ্জ পৌর উৎসব অনুষ্ঠিত হতে চলছে

 আর তখনই
সম্পূর্ণ হবে এলাকার সার্বিক উন্নয়ন। আর তারই লক্ষ্যে রাজ্যের মুখ্যমন্ত্রীর
অনুপ্রেরণায় আগামী নভেম্বর মাসে
১৪ , ১৫,১৬, ১৭, ১৮  তারিখে উত্তর
দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ  পৌরসভার
উদ্যোগে অনুষ্ঠিত হতে চলছে পৌর উৎসব। আজ এক সাক্ষাৎকারে একথা জানালেন কালিয়াগঞ্জ  পৌরসভার পৌরপতি কার্তিক চন্দ্র পাল। তিনি বলেন
কালিয়াগঞ্জ বরাবরই সাংস্কৃতিক চর্চার পীঠস্থান।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


কালিয়াগঞ্জ  পৌরসভা
 এখানকার বহু মানুষ  সাংস্কৃতিক চর্চার সাথে জড়িত হয়ে আছে বহুদিন
ধরে। এখানকার সাংস্কৃতিক চর্চা তাই বর্তমানে অনেক এগিয়ে গেছে তাই সেই চর্চাকে আরো
এগিয়ে নিয়ে যেতে কালিয়াগঞ্জ পৌরসভা অভিনব উৎসব চালু করেছে গত বছর থেকে। তিনি
বলেন এ বছরও এই পৌর উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। তিনি বলেন  এই উৎসবকে ঘিরে থাকবে
দিন ব্যাপী নানান চমক ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


কালিয়াগঞ্জ  পৌরসভার পৌরপতি কার্তিক চন্দ্র পাল

 

 
খেলাধুলার ক্ষেত্রে
যেমন থাকবে ফুটবল, ভলিবল ব্যাডমিন্টন প্রতিযোগিতা তেমনই সাংস্কৃতি  প্রতিযোগিতাতেও  থাকবে বিভিন্ন বিভাগ। এছাড়া আলোচনাচক্রের ও  আয়োজন করা হয়েছে। এছাড়া রাজ্য সরকারের
বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও প্রকল্পের উপরে থাকবে বিশেষ ট্যাবলো।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});



 যা উৎসবের শুরু
দিন একটি শোভাযাত্রার মাধ্যমে সাধারণ মানুষদের কাছে শোভাইত হবে। পৌরপতি বলেন গতবার
যেমন পৌর উৎসব সাফল্য সাথে অনুষ্ঠিত হয় তেমনই এবারও যাতে এই উৎসব সাংস্কৃতির মেলবন্ধনে
নতুন একটা মাত্রা পায় তার জন্য এখন থেকেই জোরকদমে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।
তিনি আরো জানান এই পূর  উৎসব উপলক্ষে উৎসব
কমিটির একটি ম্যারাথন বৈঠক আজ অনুষ্ঠিত হয় পৌরসভায়। যেখানে পৌরসভার কমিশনার দের
সাথে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক জগতের মানুষরা তেমনই উপস্থিত ছিলেন বিশিষ্ট
সমাজসেবী তথা নর্থ বেঙ্গল ডেভলপমেন্ট ফর স্পোর্টস অ্যান্ড গেমস এর অন্যতম সদস্য
অসীম  ঘোষ। ইতিমধ্যে এই উৎসবকে ঘিরে শহর
জুড়ে শুরু হয়েছে ব্যাপক উৎসাহ ও উন্মাদনা।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *