শান্তিপূর্ণ ভাবে শেষ হলো দক্ষিণ দিনাজপুর জেলার পঞ্চায়েত সমিতি নির্বাচন l
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কমল কুমার বিশ্বাস, বালুরঘাট,6ই সেপ্টেম্বর :-শান্তিপূর্ণ ভাবে শেষ হলো দক্ষিণ দিনাজপুর জেলার পঞ্চায়েত সমিতি নির্বাচন l আজ জেলার আট টি পঞ্চায়েত সমিতির মধ্যে সাত টি পঞ্চায়েত সমিতি গঠিত হলো l কুমারগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি মনোনীত হলেন জোৎস্না ঘোষ,সহকারী সভাপতি নির্বাচিত হলেন আজাদ আলী মন্ডল;বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হলেন কল্পনা কিস্কু এবং সহকারী সভাপতি নির্বাচিত হলেন মলয় মন্ডল;কুশমন্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হলেন সুনন্দা বিশ্বাস,সহকারী সভাপতি হলেন মামুলি রায়;তপন পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হলেন রাজু দাস,সহকারী সভাপতি হলেন তাপস মন্ডল ;হরিরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হলেন মধুমিতা রায়,সহকারী সভাপতি গোলাম মোস্তাফা;হিলি পঞ্চায়েত সমিতির সভাপতি হলেন শুভঙ্কর মাহাতো;বংশীহারি পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হলেন রীনা রায় l
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জেলার একমাত্র গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতি গঠিত হয়নি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থী থাকার জন্য l জেলার হিলি পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি বিজেপি থেকে নির্বাচিত হয় l কুমারগঞ্জ পঞ্চায়েত সমিতির দুবারের সভাপতি উমা রায় এবারো দাবিদার হলেও কুমারগঞ্জ ব্লকে বিজেপি কে আটকাতে সাংগঠনিক ভাবে অপেক্ষাকৃত দুর্বল পঞ্চায়েত বটুন থেকে জোৎস্না ঘোষ কে মনোনীত করে তৃণমূল কংগ্রেস দল বলে মনে করছেন স্থানীয়রা l সহকারী সভাপতি হিসাবে এলাকার সজ্জন বলে পরিচিত বিশিষ্ট শিক্ষক আজাদ আলী মণ্ডলকে মনোনীত করে তৃণমূল দল মাস্টার স্ট্রোক দিয়েছে বলে ভাবছে রাজনৈতিক মহল l
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});