January 11, 2025

আমি নয় আমরা হিসাবেই কাজ করব দায়িত্ব নিয়েই জানালেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি দীপা সরকার

1 min read

তন্ময়  চক্রবত্তী ,সত্যেন মহন্ত (তুফান) ঃ- একদিকে প্রবল বৃষ্টি অপরদিকে ভারত বনধ এরই মাঝে আজ সব কিছুকে উপেক্ষা করে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি  নতুন সভাপতি দিপা সরকার কারি সভাপতি তপন দেব সিং দায়িত্বভার নিলেন

কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি  নতুন সভাপতি দিপা সরকার
দায়িত্ব বুঝে নিয়ে পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি দিপা সরকার জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প গুলি সঠিকভাবে কালিয়াগঞ্জ ব্লকে রূপায়ন করা হবে তার প্রথম কাজ তাছাড়া গ্রামের রাস্তাঘাট থেকে পানীয় জল পর্যাপ্ত আলোর ব্যবস্থা সব কিছুর দিকে  তিনি বিশেষভাবে নজর দিবেন


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


ফুলের স্তবক  দিয়ে   শুভেচ্ছা   


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

তিনি আরও  বলেন গ্রামের সমস্ত উন্নয়নমূলক কাজ করবেন তার দলের সাথে সমন্বয় রেখে যেমন তেমনই প্রত্যেককে নিয়ে গ্রামের সার্বিক উন্নয়ন করবেন  আমি নই আমরা হিসেবে দীপা সরকার  বলেন নিজে যেহেতু একজন মহিলা সেহেতু  গ্রামের মহিলাদের প্রতি সার্বিক উন্নয়নে তার বিশেষ নজর থাকবে

ফুলের স্তবক  দিয়ে   শুভেচ্ছা
শুধু তাই ন্য় সবকিছুই করা হবে স্বচ্ছতা বজায় রেখে অন্যদিকে সকারি সভাপতি তপন দেব সিং বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী দেখানো পথেই তারা গ্রামের সার্বিক
উন্নয়ন করবে
রাস্তাঘাট
থেকে পানীয় জলের যেমন ব্যবস্থা করা হবে তেমনই কন্যাশ্রী
, যুবশ্রী সবুজ সাথী প্রকল্প গুলি
সুবিধা যাতে গ্রামের মানুষেরা বেশি করে পায় তার দিকে নজর রাখবেন সব সময়।



কারি সভাপতি তপন দেব সিং 

 তিনি বলেন
প্রতিটি কাজ করবেন দলের সাথে সমন্বয় রেখে অন্যদিকে দি
কে  কালিয়াগঞ্জ
ব্লকের তৃণমূ
লের
সভাপতি
দধীমোহন দেবশর্মা
 বলেন আগামী দিনে আরো ভালো ভালো
কাজ এই পঞ্চায়েত সমিতি যাতে করতে পারে তার জন্য তার দলের
পক্ষ থেকে  পঞ্চায়েত সমিতির তাদের দলের জয়ী সদস্যদের প্রয়োজনীয় নির্দেশ
দিয়েছেন । এদিন দধী বাবুকে প্রশ্ন করা হয় তাদের পঞ্চায়েত সমিতি কি দলের সাথে সমন্বয়
রেখে কাজ করবেন নাকি আলাদা ভাবে একলা চলো নীতি নিয়ে চলবে এই প্রশ্ন উত্তর দধী বাবু  বলেন পঞ্চায়েত সমিতির সব সময় কাজ করবে দলের 
 সাথে সমন্বম রেখে। এখানে আমি নই আমরা
কে প্রাধান্য দেওয়া হবে
এদিন
নতুন সভাপতি ও সহকারী সভাপতি দায়িত্বভার গ্রহণ করায় তাদের শুভেচ্ছা জানাতে
কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতিতে  আসেন
তৃণমূলের রাজ্য সম্পাদক অসীম ঘোষ
,
কালিয়াগঞ্জ
শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পৌরপতি কার্তিক চন্দ্র পাল ও বেশ কিছু তৃণমূলের কর্মী
সমর্থকরা
  সকলেই এই পঞ্চায়েত সমিতির সার্বিক সাফল্য কামনা
করে।
 তবে এদিন প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই বাবু  কে দেখা
না যাওয়ায় দলের মধ্যে প্রশ্ন উঠছে তাহলে কি নিতাই বাবু
 এবার অন্য
কিছু ভাবছেন? না হলে আজ এই শুভদিনে একটি ফুলের স্তবক নিয়েও নতুন সভাপতি
ও সহকারী সভাপতি  কে বরণ করতে দেখা গেল না কেন।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

7 thoughts on “আমি নয় আমরা হিসাবেই কাজ করব দায়িত্ব নিয়েই জানালেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি দীপা সরকার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *