January 11, 2025

বাজ পরে মৃত এক

1 min read
কমল কুমার বিশ্বাস কুমারগঞ্জ,10ই সেপ্টেম্বর:-বাজ পরে মৃত এক l দক্ষিণ দিনাজপুরের সাফানগর গ্রামের এক বছর বিয়াল্লিশ  এর ব্যক্তি আজ দুপুর সাড়ে বারোটা নাগাদ সস্ত্রীক বাড়ির পাশের জমিতে কাজ করছিলেন l হঠাৎ প্রবল বেগে বৃষ্টি আসায় উনারা মাঠ থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে পথিমধ্যেই বাজ পড়লে ঘটনা স্থলেই মারা যান মকছেদুল  মোল্লা ও তার একটি গরু এবং উনার স্ত্রী আরমিনা বিবি সঙ্গাহীন অবস্থায় পরে থাকেন l কিছুক্ষনের মধ্যেই স্থানীয় গ্রামবাসীরা উনাদের মাঠে পরে থাকতে দেখে ছুটে আসেন এবং বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যান l 
স্থানীয় গ্রামবাসীরা জানান  বালুরঘাট হাসপাতালে মকছেদুল মিয়া কে মৃত ঘোষণা করে কর্তব্যরত ডাক্তার l বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন মকছেদুল মিয়ার স্ত্রী আরমিনা বিবি l এপ্রসঙ্গে স্থানীয় গ্রামবাসী তথা সাফানগর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সভাপতি আদিত্য বসাক (টিঙ্কু)  জানান ,”ঘটনার কথা জানা মাত্রই আমরা গ্রামবাসীরা উনাদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই এবং স্থানীয় কুমারগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক ,বি.ডি.ও সমেত দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল সভাপতি বিপ্লব মিত্র কেও জানিয়েছি l বিপ্লব বাবু আশ্বাস দিয়েছেন বেস্ট চিকিৎসা যাতে ওই মহিলা পায় তার ব্যবস্থা করবেন l প্রশাসনিক ভাবে সহযোগিতাও চেয়েছি যাতে ওই পরিবারটি বাঁচতে পারে l এলাকা জুড়ে শোকের ছায়া নেমে

এসেছে l “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *