নিমিষের মধ্যে হাওয়া হয়ে গেল একটি আস্ত গাড়ী
1 min read
সুব্রত সাহা রায়গঞ্জ ঃ– নিমিষের মধ্যে হাওয়া হয়ে গেল একটি আস্ত গাড়ী। তাও আবার দিনে
দুপুরে । এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটলো উত্তর দিনাজপুর জেলা রায়গঞ্জের বারদুয়ারীতে।
জানা যায় গতকাল দুপুরে রায়গঞ্জ তুলসী তলার
বাসিন্দা ও লরির মালিক মালিক আশীষ বোস বারোদুয়ারি এলাকার একটি পেট্রলপাম্পে তার ডাব্লিউবি ৭৩ ই ০৫৫৭ নম্বরের লরিটিকে রেখে আসেন।
দুপুরে । এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটলো উত্তর দিনাজপুর জেলা রায়গঞ্জের বারদুয়ারীতে।
জানা যায় গতকাল দুপুরে রায়গঞ্জ তুলসী তলার
বাসিন্দা ও লরির মালিক মালিক আশীষ বোস বারোদুয়ারি এলাকার একটি পেট্রলপাম্পে তার ডাব্লিউবি ৭৩ ই ০৫৫৭ নম্বরের লরিটিকে রেখে আসেন।
পরদিন অর্থাৎ সোমবার বিশ্বকর্মা পূজার দিন গাড়িটির পূজা দিতে গিয়ে তিনি দেখেন পেট্রলপাম্পে তার গাড়িটি নেই।খোঁজখবর করেও তার লরির কোনও হদিস না মেলায় এরপরই তিনি রায়গঞ্জ থানায় তার লরি চুরি যাওয়ার অভিযোগ দায়ের করেন।
জায়গার অভাব সহ বিভিন্ন কারণে পারস্পরিক সমঝোতায় পেট্রলপাম্পেই সাধারণত লরি রাখার বহুদিনের একটা চল দেখা যায়। গোটা ঘটনায় বিস্মিত লরির মালিক আশীষ বাবু তাই তাকিয়ে আছেন পুলিশ প্রশাসনের দিকেই।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পুলিশ সূত্রে খরব, আশীষ বাবুর অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।বিগত দিনে পেট্রলপাম্প থেকে লরি চুরির নজির খুব একটা শোনা যায়না।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});