January 11, 2025

সমাপ্ত হল চোপড়া ব্লকের ৮টি গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন পর্ব

1 min read
জয়দেব গোপ চোপড়া১৯সেপ্টেম্বর:টান টান উত্তেজনা আর করা পুলিসি নজর দারিতে বুধবার সমাপ্ত হল চোপড়া ব্লকের ৮টি গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন পর্ব।
চোপড়ায় বোর্ড গঠন শুরু হয় গত ২৪ আগস্ট,শেষ হল বুধবার ১৯সেপ্টেম্বর।এদিন ব্লকের উত্তেজনা প্রবন এলাকা ৬নম্বর ঘিরনীগাঁও গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন সম্পন্ন হয়। ১৯ সদস্যের মধ্যে ১৮জন শাসক দলের এবং ১জন মাত্র কংগ্রেস থেকে নির্বাচিত হয়।তাই দলিও প্যানেল মেনে হাসিনা বানু প্রধান এবং মুকসেদুর উপপ্রধান নির্বাচিত হয় ।শান্তিপূর্ণ ভাবে চোপড়ায় বোর্ড গঠন পর্ব শেষ হওয়ায় স্বস্তিতে গোটা চোপড়া বাসিগন।এখন দেখার আগামী ৫বছরে চোপড়ার কতটা উন্নয়ন করেন এই নব নির্বাচিত ৮টি গ্রাম পঞ্চায়েতের প্রধান রা।কারণ জনগণ ভোট দিয়েছে এলাকার উন্নয়নের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *