বন্ধ নয় ,মানুষ চায় উন্নয়ন তাই বিজেপি ডাকা বন্ধ ব্যর্থ করেছে সাধারণ মানুষ বললেন কালিয়াগঞ্জ এর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি কাত্তিক চন্দ্র পাল
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তন্ময় চক্রবত্তী
ঃ- বন্ধ নয় ,মানুষ চায় উন্নয়ন ,তাই উন্নয়নের পক্ষে রায় দিয়ে বিজেপি ডাকা বন্ধ ব্যর্থ করেছে সাধারণ মানুষ বললেন কালিয়াগঞ্জ এর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি কাত্তিক চন্দ্র পাল । তিনি বলেন আজকে কালিয়াগঞ্জ এ স্কুল ,কলে্জ , পৌরসভা , ব্যাংক সবই ছিল খোলা ।হাজিরা ছিল অন্যান্য দিনের চেয়ে বেশি ।এদিন বন্ধ সমর্থনকারীরা বিভিন্ন জায়গা পিকেটিং করতে গেলে পুলিশ তাদের গ্রেফতার করে পরিস্থিতি স্বাভাবিক রাখে । তিনি আরো বলেন পৌরসভার সাফাই কর্মীরাও এদিন অন্যান্য দিনের মতো স্বাভাবিক কাজকর্ম করে পৌরসভার বিভিন্ন জায়গায় জায়গায়। তাছাড়া পৌরসভায় ছিল অনেক বেশি হাজিরা । সর্বনাশা বন্ধ ব্যর্থ করার জন্য কালিয়াগঞ্জের সাধারণ মানুষকে ধন্যবাদ জানান কাত্তিক বাবূ ।
ঃ- বন্ধ নয় ,মানুষ চায় উন্নয়ন ,তাই উন্নয়নের পক্ষে রায় দিয়ে বিজেপি ডাকা বন্ধ ব্যর্থ করেছে সাধারণ মানুষ বললেন কালিয়াগঞ্জ এর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি কাত্তিক চন্দ্র পাল । তিনি বলেন আজকে কালিয়াগঞ্জ এ স্কুল ,কলে্জ , পৌরসভা , ব্যাংক সবই ছিল খোলা ।হাজিরা ছিল অন্যান্য দিনের চেয়ে বেশি ।এদিন বন্ধ সমর্থনকারীরা বিভিন্ন জায়গা পিকেটিং করতে গেলে পুলিশ তাদের গ্রেফতার করে পরিস্থিতি স্বাভাবিক রাখে । তিনি আরো বলেন
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});