প্রধানমন্ত্রীর নেতৃত্বে এক প্রতিনিধি দল কালিয়াগঞ্জ পুর ভবনে
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
প্রতিদিন জঞ্জাল অপসারণ সমেত অন্যান্য দাবি মেটাতে নিয়মিত পদক্ষেপ নিতে বিভাগীয় কর্তাদের নির্দেশ জারী করেন পুরপ্রধান। অভিনব এই কর্মসূচিতে মন্ত্রিসভার সাথে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রথীন্দ্র কর্মকার সহ শিক্ষক প্রেমেন্দ্র শর্মা ও শিক্ষিকা গীতশ্রী তালুকদার। এই কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী ও তার পার্ষদের হাতে চকলেট তুলে দেন পুরপ্রধান কার্ওিক পাল।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান সর্বশিক্ষা মিশনের নির্দেশ মেনে নির্মল বিদ্যালয় অভিযান পালিত হচেছ ২৫ থেকে ৩০ সেপ্টেম্বর। রাজ্যজুড়ে এই কর্মসূচি হচ্ছে ২৪ থেকে ২৯ পর্যন্ত।পতঙ্গবাহিত অসুখ নিয়ে সচেতনতা মূলক মিছিল ও স্বাস্থ্য সচেতনতা নিয়ে অভিভাবকদের সাথে বৈঠক সহ বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে এই নির্মল বিদ্যালয় সপ্তাহ কর্মসূচিতে। এরই অঙ্গ হিসাবে এলাকার প্রশাসক তথা পুরপ্রধানের কাছে ছাত্র-ছাত্রীদের নিয়ে গড়া মন্ত্রিসভা তরফে দাবিপত্র পেশ করা হল সমস্যাগুলি জানিয়ে।
ইতিমধ্যেই নির্মল বিদ্যালয় ও শিশুমিএ পুরস্কার পেয়েছে এই স্কুল। শহরের স্কুলপাড়ায় অবস্থিত এই প্রাথমিক বিদ্যালয় ছাত্র-ছাত্রীদের নিয়ে গঠনমূলক কর্মসূচির জন্য বিশেষ উদ্যোগী এই সরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে পাল্টা শুভেচ্ছা জানিয়ে শহরের পুরপ্রধান কার্তিক পাল এগিয়ে চলার প্রেরনা যোগান।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});