January 11, 2025

কলকাতা বাগরি মার্কেট অগ্নিকাণ্ডের পর সজাগ কালিয়াগঞ্জ পৌর প্রশাসন

1 min read

তন্ময় 
চক্রবত্তী ঃ-
কলকাতার
বাগরি মার্কেটের
অগ্নিকাণ্ডের পর
কালিয়াগঞ্জের  মহেন্দ্রগঞ্জ বাজার
রেলস্টেশনের
পাশে তারা
বাজার বাজারের
অব্যবস্থা নিয়ে
বিভিন্ন মহল
সরব হয়েছে অগ্নিকাণ্ড ঘটলে
বাজারের সরু
রাস্তা দিয়ে
দমকলের গাড়ি
ঢুকতেই পারবে
না পাশাপাশি
বাজার এলাকায়
পর্যাপ্ত জলের
উৎসও নেই আবার দোকানগুলিতেও
অগ্নিনির্বাপণ ব্যবস্থার
বালাই নেই এসবের জেরে
কার্যত গোটা
বাজার  দুইটিই জতুগৃহ হয়ে রয়েছে


 কোথাও
আগুন লাগলে
গোটা বাজারটিই
ভস্মীভূত হয়ে
যেতে পারে
বলে ব্যবসায়ীরাই
আশঙ্কা প্রকাশ
করেছেনউত্তর  দিনাজপুর জেলার  কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতির সম্পাদক সুনীল সাহা জানান
কালকে গিয়ে দুটি বাজার রয়েছে তার মধ্যে মহেন্দ্রগঞ্জ বাজার একটু সমস্যা রয়েছে
কারণ এখানে অনেক সবজি বিক্রেতারা তারা বাগানের বাইরে দোকান করা বাজারের একটু
সমস্যা হচ্ছে কারণ হঠাৎ করে যদি বাজারের ভিতরে আগুন লাগে তাহলে দমকল বাহিনী যেতে
অসুবিধা হবে তাই বাইরের দোকানগুলি কে যাতে বাজারের ভিতরে নিয়ে আসা যায় তার জন্য
ব্যবসায়ী সমিতির তবে চেষ্টা করা হচ্ছে

 অপর দিকে তারা বাজারের পাশে একটি শ্যালো
টাইপের জলের পাম্প বসানো দরকার কারণ এই বাজারের পাশে একদিকে যেমন একটি পেট্রোল
পাম্প রয়েছে তেমনই একটি ব্যাংক বিদ্যুৎ দপ্তর ও মাল্টিপারপাস রয়েছে যদি কোন
কারণে এখানে আগুন লাগে তাহলে বিপদজনক হয়ে যেতে পারে তাই তিনি রাজ্য সরকারের
দৃষ্টি আকর্ষণ করে বলেন অবিলম্বে যাতে তারা বাজারের পাশে একটি শ্যালো পাম্প বসানো
যায় সে ব্যাপারে পৌরসভাকে উদ্যোগ নেয়া দরকার ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


 পুরসভার চেয়ারম্যান তৃণমূল কংগ্রেসের কাত্তিক পাল
এদিকে কালিয়াগঞ্জ বিজেপির টাউন সভাপতি গৌরাঙ্গ দাস জানান
কালিয়াগঞ্জ অবিলম্বে যাতে তারা বাজার ও
মহেন্দ্রগঞ্জ বাজারে একটি করে রিজার্ভার করা হয় সে ব্যাপারে
পৌরসভার দৃষ্টি দেওয়া দরকার


 নচেৎ আগামী দিনে যদি সেই দুটি বাজারে কোন আগুন লাগে
তাহলে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে । তাই এখন থেকেই সতর্ক হওয়া প্রয়োজন কালিয়াগঞ্জের
পৌর প্রশাসনের ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


কালিয়াগঞ্জ  ব্যবসায়ী সমিতির সম্পাদক সুনিল সাহা
স্থানীয় বাসিন্দারা
বলেন  আগুন লাগলে
দোকানপাট শুধু
না মানুষের
বাঁচাও মুশকিল
হয়ে পড়বে জলের পাইপ
লাইন নেইশুধু তাই নয়
তারা বাজারের
পাশেই রয়েছে
একটি পেট্রোল
পাম্প তাই যদি
সেই তারা
বাজার আগুন
লাগে তাহলে
যে কি
পরিস্থিতি হবে
সেটা ভগবানই
জানে

কালিয়াগঞ্জ বিজেপির টাউন সভাপতি গৌরাঙ্গ দাস

 পুরসভার চেয়ারম্যান
তৃণমূল কংগ্রেসের
কাত্তিক পাল
বলেন  বাগরি মার্কেটে
আগুন লেগেছে
তাই বলে
কালিয়াঞ্জে ও লাগবে
এটা বলা
ঠিক নয় এখানকার বিল্ডিং
মালিকরা সকলেই
বিদ্যুতের ওয়ারিং
ভালোভাবে করেছেন তিনি  জানান ছোট্ট শহর কালিয়াগঞ্জ এখানে কোনো বড় বড়
বিল্ডিং নেই ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


কালিয়াগঞ্জ দমকল কেন্দ্রের অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত আধিকারিক রবিউল ইসলাম
তবুও সাবধানের মার নেই তাই প্রতিনিয়ত আগুন সম্বন্ধে সাধারণ মানুষের
মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে পৌরসভা মাঝেমধ্যেই বিভিন্ন প্রোগ্রাম করে  থাকে । তিনি বলেন এই দুটি বাজার দমকল বাহিনীর সমস্ত
নিয়ম নীতি মেনে  বাজার চলছে।  তবে মহেন্দ্রগঞ্জ বাজারের একটু অসুবিধা আছে ,তাই
মহেন্দ্রগঞ্জ বাজার এর সাথে কথা বলে সেই সমস্ত সমস্যাগুলি যাতে দ্রুত সমাধান হয়
তার জন্য চেষ্টা করা হচ্ছে।

কালিয়াগঞ্জ দমকল কেন্দ্রের
অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত আধিকারিক রবিউল ইসলাম জানান মানুষের যতক্ষণ পর্যন্ত
সচেতনতা বৃদ্ধি না হবে ততক্ষণ পর্যন্ত বাগরি মার্কেট এর মত ঘটনা ঘটতেই থাকবে এ
ব্যাপারে কোন সন্দেহ নেই ।  তাই মানুষকে
আগে আগুন সম্বন্ধে সচেতনতার হওয়া দরকার । তিনি বলেন কালিয়াগঞ্জ এ মহেন্দ্রগঞ্জ
বাজার  ও তারা বাজার কর্তৃপক্ষের উচিত দমকল
 বাহিনীর কিছু নিয়ম নীতি আছে সেগুলো মেনে
চলা। তিনি  বলেন দমকল বাহিনীর পক্ষ থেকে
প্রতিনিয়ত সচেতনতামূলক প্রোগ্রাম করা হয় শহরের বিভিন্ন জায়গায় ।
অগ্নিকাণ্ডের
ঘটনা ঘটলে
আমরা আমাদের
পরিকাঠামো দিয়ে
নিয়ন্ত্রণের জন্য
যথাসাধ্য চেষ্ট
করব


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *