January 11, 2025

শাসক দলের ব্যবহারে ভীষণ খুশি বিজেপি কালিয়াগঞ্জে

1 min read

 তন্ময় চক্রবত্তী ঃ-  শাসক দলের ব্যবহারে ভীষণ খুশি বিজেপি আজ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠনের পর এক সাক্ষাৎকারে একথা জানান উত্তর দিনাজপুর জেলা পরিষদের বিজেপির একমাত্র সদস্য কমল সরকার তিনি কালিয়াগঞ্জ  পঞ্চায়েত সমিতিতে নির্বাচিত বিজেপি সদস্যদের নিয়ে স্থায়ী সমিতি গঠনের সময়  উপস্থিত ছিলেন

 পরে স্থায়ী সমিতি গঠনের পর তিনি   জানান কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি তৃণমূল দখল করলেও স্থায়ী সমিতি গুলিতে বিজেপির দখলে যায় তিনি বলেন জনস্বার্থে তৃণমূলের সাথে একসাথে কাজ করতে তাদের কোনো অসুবিধা নেই কারণ তারা মানুষের কাজ করতে এসেছেন তিনি বলেন তৃণমূল বিজেপি কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতিতে একে অপরের সহযোগিতা নিয়ে চলবে কারণ এখানে মিলিজুলি সরকার হয়েছে । 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


তাই দুজনকেই একে অপরের প্রতি সহনশীল মনোভাব নিয়ে চলতে হবে কমলবাবু আরো বলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতিতে তৃণমূল কংগ্রেস যদি কোন দুর্নীতির সাথে জড়িয়ে পড়ে তাহলে বিজেপি তার প্রতিবাদ করতে ছাড়বে না তাই তারা যাতে কোনোভাবেই দুর্নীতিমূলক কোন কাজ করতে না পারে তার জন্য তারা সজাগ দৃষ্টি দিয়ে থাকবেনজানা যায় আজ এই স্থায়ী উপ সমিতি গঠন করার সময় বিজেপি ১৯১৬ ভোটে তৃণমূল কংগ্রেস কে পরাজিত করে । 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


ফলে একচ্ছত্র অধিপতি আর হতে পারল না কালিয়াগঞ্জ তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সমিতিতেএদিন এই স্থায়ী সমিতি গঠন করার সময় বিজেপির পক্ষে  উপস্থিত ছিলেন কমল সরকার ছাড়া বিজেপি নেতা রূপক রায় ,  গৌরাঙ্গ দাস সহ আরো অনেকে অপরদিকে তৃণমূলের তরফে উপস্থিত ছিলেন প্রাক্তন পঞ্চায়েত সমিতি সভাপতি নিতাই বৈশ্যএবং বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেস নেতা

এদিনের এই  সমিতি গঠন কে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তা বেষ্টনীতে বেঁধে ফেলা হয় পঞ্চায়েত সমিতির আশেপাশে এলাকা  মুড়ে  দেয়া হয় ১৪৪  ধারা বাঁশের ব্যারিকেড দিয়ে ফলে সাময়িক ভাবে এলাকার মানুষদের ভীষণ সমস্যা সম্মুখীন হতে হয়


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});




(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *