December 24, 2024

কুশমন্ডির সাহিত্যিক রনজিৎ কুমার সরকারের স্মরণ সভা অনুষ্ঠিত হলো আজ কুশমন্ডি পঞ্চায়েত সমিতির সভা কক্ষে

1 min read

কুশমন্ডির সাহিত্যিক রনজিৎ কুমার সরকারের স্মরণ সভা অনুষ্ঠিত হলো আজ কুশমন্ডি পঞ্চায়েত সমিতির সভা কক্ষে

কুশমন্ডি থেকে লোকনাথ সরকারের রিপোর্ট   কুশমন্ডির সাহিত্যিক রনজিৎ কুমার সরকারের স্মরণ সভা অনুষ্ঠিত হলো আজ কুশমন্ডি পঞ্চায়েত সমিতির সভা কক্ষে। গত ৬ ডিসেম্বর বিশিষ্ট কবি ও সাহিত্যিক রনজিৎ কুমার সরকার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দক্ষিণ দিনাজপুর জেলার একটি প্রান্তিক জনপদে বসবাস করেও নিরলস ভাবে সাহিত্য চর্চায় নিজেকে যুক্ত রেখেছিলেন সাহিত্যক রনজিৎ কুমার সরকার। সাহিত্যিকের পরিবারের হাতে আন্তর্জাতিক মাতৃভাষা প্রসার পরিষদের ভক্তগোপাল ভট্টাচার্য ,

সন্ধ্যা-প্রদীপ সাহিত্য পত্রিকার পক্ষ থেকে কানাই হালদার ও মোহিনী পত্রিকার পক্ষ থেকে অনুরাধা সেন মরনোত্তর সাহিত্য সম্মাননা স্মারক তুলে দেন। উত্তর ও দক্ষিণ দিনাজপুরের সাহিত্য জগতের কবি-সাহিত্যিকরা উপস্থিত ছিলেন এদিনের স্মরণসভায়। রঞ্জিৎ সরকারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও নিস্তব্ধতা পালনের মধ্যে দিয়ে স্মরণ সভা শুরু হয়। প্রয়াত সাহিত্যিকের স্মৃতিচারণায় অংশ নেন কবি দুলাল ভদ্র,

দিনাজপুর পালাগান সমিতির সভাপতি খুশি সরকার, কবি গোবিন্দ তালুকদার, বিশিষ্ট লেখক ও গবেষক সৌরভ রায় পৌলমী মুখার্জি, সাইদুল ইসলাম প্রমূখ। সঞ্চালীআ রীতি সেন। সভাপতিত্ব করেন গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের প্রবীণ লেখক অখিল রাউত। স্মরণসভার মূল উদ্যোক্তা কবি কানাই হালদার বলেন গ্রামীণ সাহিত্য চর্চায় রনজিত কুমার সরকার ছিলেন আমাদের অগ্রণী। তার অকাল প্রয়াণে আমরা আমাদের একজন অভিভাবককে হারালাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *