বর্তমানের কথা পোটাল নিউজের মাধ্যমে দুর্গাপূজার প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানালেন কালিয়াগঞ্জ থানার আইসি বিচিত্র বিকাশ রায়।
1 min read
তন্ময় চক্রবত্তী,তুফান মহন্ত ঃ- বর্তমানের কথা পোটাল নিউজের মাধ্যমে কালিয়াগঞ্জ থানার পক্ষ থেকে সবাইকে দুর্গাপূজার প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানালেন কালিয়াগঞ্জ থানার আইসি বিচিত্র বিকাশ রায়। তিনি বলেন সমস্ত মানুষের পুজো যেন খুব ভালো কাটে , তারা যেন অত্যন্ত আনন্দে থাকেন ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পূজো সবাই উপভোগ করুন খুব ভাল ভাবে । পুলিশের তরফ থেকে যথাসম্ভব সহযোগিতা করা হবে সাধারন মানুষদের তাদের সাধ্যমত করে । তিনি বলেন পুজোর ক‘দিন যানবাহন নিয়ন্ত্রণে ব্যবস্থা থাকবে । কঠোরতার সাথেই যানবাহন নিয়ন্ত্রণ করা হবে। কালিয়াগঞ্জ থানার আইসি আরো বলেন কালিয়াগঞ্জ এর কয়েকটি বড় পূজা রয়েছে যেমন শিমুলতলা, সাহাপাড়া, শেঠ কলনি এগুলি খুবই ভালো ও দৃষ্টিনন্দন পূজা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
স্বভাবতই কালিয়া গঞ্জ শহর গ্রাম দিয়ে ঘেরা সুতরাং এখানে প্রচুর লোকের সমাগম হয় তাই সবাই যেন ঠিকঠাক ঠাকুর দেখতে পান তার জন্য কালিয়াগঞ্জ থানার পক্ষ থেকে কঠোরভাবে যান নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন গুপ্তপাড়া থেকে একেবারে শিমুল তলা পর্যন্ত শুধুমাত্র পায়ে হেঁটে মানুষ পুজো দেখতে যেতে পারবেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শুধু তাই নয় আবার শিমুলতলা থেকে সাহাপাড়া , হাসপাতাল রোড হয়ে একেবারে বিবেকানন্দ মোড় পর্যন্ত সাধারণ মানুষদের পায়ে হেঁটে পুজো দেখতে হবে। এই রাস্তাতেও কঠোরভাবে যান চলাচল নিয়ন্ত্রণ করা ব্যবস্থা করা হয়েছে। শুধুমাত্র পায়ে হেঁটে ছাড়া কেউ সেখানে টোটো অটো এবং যে কোন গাড়ি , ছোট গাড়ি ও বড় গাড়ি নিয়ে এই রাস্তা দিয়ে যাওয়া–আসা করতে পারবেন না। শুধুমাত্র বিশেষ প্রয়োজনে অ্যাম্বুলেন্স , ফায়ার বিগেট, পুলিশের গাড়ি ছাড় রয়েছে পরিস্থিতি অনুযায়ী। সবশেষে তিনি বলেন পুজো সকলের ভালো কাটুক। খুব খুব খুব আনন্দ করুক সকলে এই কামনা করছি।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});