January 11, 2025

নিখরচায় আফ্রিকা মহাদেশে যাওয়ার সুযোগ করে দিল কালিয়াগঞ্জ এর হরিহরপুর নসিরহাট সার্বজনীন দুর্গোৎসব কমিটি

1 min read

তন্ময়  চক্রবত্তী ঃ- আপনি কি মনে মনে ভাবছেন যদি একবার যাওয়া যেত আফ্রিকায় তাহলে কতই না মজা হত, সে দেশের প্রাচীণ উপজাতি  দেবদেবীর সংমিশ্রণে বৈচিত্র্যের বাহার উপভোগ করতে কিন্তু ইচ্ছা থাকলে উপায় নেই কারণ সেতো সাত সমুদ্র তেরো নদী পার করে যেতে হবে আপনাকে আর শুধু তাই নয় এত দূরে যেতে লাগবে যে প্রচুর টাকা তাই স্বপ্ন স্বপ্নই থেকে যায় অনেক ভ্রমণপিপাসু বাঙ্গালীদের মনের কোটায়

ছবি তুফান মোহন্ত ও শংকর গুপ্তা
 কিন্তু এবার আর চিন্তা নেই সেই সব ভ্রমণ পিপাসু বাঙালি আপামর মানুষ দের জন্য স্বপ্ন সাকার করতে এগিয়ে এলো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এর হরিহরপুর সিরহাট সার্বজনীন দুর্গোৎসব কমিটি এবার তারা সাধারণ মানুষদের নিয়ে যাচ্ছে এক্কেবারে নিখরচায় সেই আফ্রিকা মহাদেশ

ছবি তুফান মোহন্ত ও শংকর গুপ্তা
সে দেশের সংস্কৃতির সাথে এদেশের মানুষদের পরিচিতি লাভ করতহ্যাঁ এটাই এবার এই  সার্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপূজার বিশেষ থিম যে থিম  এর মাধ্যমে গতকাল চতুর্থীর দিন  সন্ধ্যা
থেকে 
 আফ্রিকার দুয়ার খুলে গেল সাধারণ মানুষদের উদ্দেশ্যের

এদিন  থিম পুজোর উদ্বোধন করলেন কালিয়াগঞ্জ থানার আইসি বিচিত্র বিকাশ রায় উদ্বোধন করার পর তিনি বলেন কোন একটি ফুল বা একটি পাখি দেখলে যখন আমরা বলি বাহ কি সুন্দর, তেমনি ঠিক   এখানকার সে সৌন্দর্যের মাত্রা কতখানি উচ্চতার চরম  শিখরে গেছে  এটা শুধু অনুভূতির মাধ্যমেই আনা যেতে পারে
কালিয়াগঞ্জ থানার আইসি বিচিত্র বিকাশ রায়

অন্যদিকে পুজো কমিটির সম্পাদক স্বপন সরকার বলেন তাদের পুজো প্রতি বছরই নতুন নতুন চিন্তা ভাবনা করে একেক সময় একেক রকম ভাবে দর্শকদের উপহার দিয়ে থাকে এবারও তার ব্যতিক্রম নেই

তিনি বলেন তার ভাইপো প্রথমে এই চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে এসে সকলকে জানাই যে দক্ষিণ আফ্রিকা মহাদেশে যে সমস্ত আদিম উপজাতি সম্প্রদায়ের মানুষরা বিলীন হয়ে যাচ্ছে সেই সম্প্রদায় কে যদি এবার পুজোয় তারা তুলে ধরতে পারে তাহলে দর্শকরা খুবই আনন্দ পাবে


পুজো কমিটির সম্পাদক স্বপন সরকার
তখনই তার এই চিন্তা ধারা সকলের কাছে ভালো লাগে আর তখন থেকেই তাদের পুজোয় এই থিম নিয়ে শুরু হয় জল্পনাকল্পনা আর সেটাই এবার বাস্তব রূপে এখন দাঁড়িয়েছে

পুজো কমিটির অন্যতম সদস্য সন্তোষ কুমার সরকার
আজ তার যে রূপ ফুটে উঠেছে তা খুবই অপরূপ যা ভাষায় বর্ণনা করা যায় না তিনি বলেন খুব সামান্য বাজেটে তাদের এই পুজোর চিন্তাভাবনার পাশাপাশি ,পুজোর থেকে কিছু অর্থ বাঁচিয়ে এলাকার কিছু দুঃস্থ মানুষদের জন্য পুজোর আগে দেওয়া হয়েছে নতুন জামা কাপড়

পাশাপাশি কেরলে যে ভয়াবহ বন্যা হলো সেখানেও পুজো কমিটির তরফ থেকে কিছু অর্থ দেওয়া হবে  বলে তিনি জানান অন্যদিকে পুজো কমিটির অন্যতম সদস্য সন্তোষ কুমার সরকার জানান এবারের তাদের পুজোর থিম করা হয়েছে দক্ষিণ আফ্রিকা মহাদেশে মাসাই সম্প্রদায়ের মানুষদের ধর্মীয় সংস্কৃতি কে তুলে ধরে  ভারতের সংস্কৃতি আদিবাসী সংস্কৃতির মেলবন্ধনঘটিয়ে  নতুন কিছু দর্শকদের উপহারের ব্যবস্থা করা


তিনি বলেন প্রতিবছরই তারা নতুন নতুন কিছু দর্শকদের উপহার দিয়ে থাকে সেই সুবাদে এবারও এমন কিছু তারা পুজোর চার দিন সাধারণ মানুষদের উপহার দিবেন যেটা ছোট ছোট বাচ্চাদের কাছে  একটা জানার বিষয় থাকবে তিনি বলেন ইতিমধ্যে দারুন তারা সাড়া পড়ে গেছে । 


 তার আশা পুজোর চার দিন তাদের পুজো দেখতে হাজার হাজার মানুষ ভিড় করবে তাদের পুজোর মন্ডপে উল্লেখ্য এবার কালিয়াগঞ্জ এর হরিহরপুর সিরহাট সার্বজনীন দুর্গোৎসব কমিটি ৪৯ বছরে পদার্পণ করল 

এদিকে এই পুজো দেখতে চতুর্থীর দিন থেকে মানুষের ঢল নেমে পড়েছে সুতরাং কালিয়াগঞ্জ এর হরিহরপুর সিরহাট সার্বজনীন দুর্গোৎসব কমিটি  আফ্রিকা মহাদেশে  যে  বহু মানুষ আসবে  দলবেঁধে তা পরিষ্কার বোঝা যাচ্ছে প্রথম দিন থেকেই


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *