January 10, 2025

দিওয়ালিতে ‘শর্তসাপেক্ষে’ দু’ঘণ্টার জন্য বাজি পোড়ানোর অনুমতি

1 min read
বাজি পোড়ানোর অনুমতি দিল সুপ্রিম কোর্ট দিওয়ালিতে ‘শর্তসাপেক্ষে’ দু’ঘণ্টার জন্য ৷ শর্ত দু’টি হল, বাজি হতে হবে ‘পরিবেশ বান্ধব’, তাতে দূষণ সৃষ্টিকারী কোনও উপাদান থাকবে না। এবং সেই বাজি কিনতে হবে লাইসেন্সধারী বিক্রেতাদের কাছ থেকে৷ অনলাইনে বাজি বিক্রিও নিষিদ্ধ হয়েছে। মঙ্গলবার দেশের সর্বোচ্চ আদালতের তরফে বিচারপতি এ কে সিক্রি ও বিচারপতি অশোক ভূষণের নির্দেশ, আসন্ন দিওয়ালিতে শুধুমাত্র রাত ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত আতসবাজি পোড়ানো যাবে৷ দেশের সর্বত্র এই নিয়ম প্রযোজ্য হবে৷

দিওয়ালির পরে ক্রিসমাস ও নববর্ষের সময়েও বাজি পোড়ানোর সময় বেঁধে দিয়েছে শীর্ষ আদালত৷ বড়দিনের সময় এবং বর্ষবরণের দিন রাত ১১টা ৫৫ থেকে রাত ১২.৩০ পর্যন্ত বাজি পোড়াতে পারবেন উৎসবমুখর দেশবাসী। বিচারপতিরা বলেন, ‘যদি কোনও ধর্মীয় রীতির সঙ্গে জড়িত উৎসব জনসাধারণের স্বাস্থ্য এবং জীবনের জন্য ভয়ানক হয়ে দাঁড়ায় তা হলে সেই রীতিকে সাংবিধানিক সুরক্ষা প্রদান করা যায় না৷ এখানে ভারসাম্য প্রতিষ্ঠা করার প্রয়োজন আছে৷’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *