আসন্ন কালিয়াগঞ্জ পৌর উৎসবকে কেন্দ্র করে তিনদিন ব্যাপী খেলাধুলার প্রস্তুতি শেষ পর্যায়ে
1 min read
তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর–উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌর উৎসবের প্রথম পর্বের প্রতিযোগীতা মূলক ফুটবল খেলা হয়ে গেলেও তিন দিন ব্যাপী ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগীতার আসর বসতে চলেছে আগামী ২৬শে–২৮শে আক্তার কালিয়াগঞ্জ পৌর সভা প্রাঙ্গনে।পৌর উৎসবের ক্রীড়া বিভাগের অন্যতম কর্নধার উত্তম ভট্টাচার্য্য জানান আগামী কাল শুক্রবার এক দিনের একটি ভলিবল প্রতিযোগিতা শুরু হবে।অনুমান করা যাচ্ছে ১০টি ভলি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পৌর উৎসবের ক্রীড়া প্রতিযোগিতার অপর কর্নধার সচিন গুহ জানান আসন্ন কালিয়াগঞ্জ পৌর উৎসবের অঙ্গ হিসাবে ক্রীড়া প্রতিযোগিতার দ্বিতীয় প্রতিযোগিতা শুক্রবার ভলিবল দিয়ে শুরু হলেও আগামী ২৭ও২৮ তারিক চলবে ব্যাডমিন্টন প্রতিযোগীতা।
সচীনবাবু বলেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় কমকরেও ৩০-৩২টি ব্যাডমিন্টন ফল অংশগ্রহন করতে চলেছে বলে জানান।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পৌর উৎসব উপলক্ষে কালিয়াগঞ্জ পৌর সভার ক্রীড়া উৎসবকে কেন্দ্র করে পৌর সভার কর্মী চন্দন ঘোষ বলেন পৌর সভার ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসবকে সফল করতে পৌর সভার দায়িত্ব প্রাপ্ত কর্মীরা প্রত্যেকেই দিনরাত পরিশ্রম করে চলেছে।কালিয়াগঞ্জ পৌরসভার উপ-পৌরপিতা বসন্ত রায় বলেন পৌর উৎসব কালিয়াগঞ্জের সমস্ত মানুষের উৎসব।এই উৎসব সফল করতে সবার সহ যোগীতা প্রয়োজন।তিনি বলেন পৌর উৎসবকে সফল করতে পৌর সভার সমস্ত কর্মীরাই পরিশ্রম করে চলেছে বলে জানান।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});