কালিয়াগঞ্জে রানীসতি মন্দিরে হনুমান মন্দির নির্মাণের শিলান্যাস-
1 min readকালিয়াগঞ্জে রানীসতি মন্দিরে হনুমান মন্দির নির্মাণের শিলান্যাস-
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২১ অক্টোবর :কোজাগরী পূর্ণিমার পবিত্র দিনে কালিয়াগঞ্জের রানীসতি মন্দির প্রাঙ্গনে বুধবার প্রস্তাবিত হনুমান মন্দিরের শিলান্যাস করা হয়।এদিন সন্ধ্যায় পুরোহিত ইন্দ্র মোহন ঝা এবং উত্তম ঝাড় কন্ঠে বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে।
কালিয়াগঞ্জের রানীসতি মন্দির বিশিষ্ট ব্যবসায়ী দীন দয়াল শর্মার হাত দিয়ে মন্দিরের ভূমি পূজার সূচনা হয়।এদিন রানীসতি মন্দিরে হনুমান মন্দিরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানীসতি মন্দিরের ট্রাস্টি বোর্ডের সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী সুরেশ সারাফ,সম্পাদক অমিত কেডিয়া,ট্রাস্টি বোর্ডের সদস্য পবন মোড়, ওম প্রকাশ জালান,সজ্জ্ন শর্মা।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণ শর্মা এবং গৌতম বিক্রম শর্মা।রানীসতি মন্দির ট্রাস্টের সম্পাদক সুরেশ সারাফ বলেন।এই মন্দির প্রাঙ্গনে যে হনুমান মন্দির নির্মাণ হতে চলেছে সেই মন্দিরের সমস্ত নির্মাণ ব্যয় স্বইচ্ছায় করবেন বলে জানান বিশিষ্ট ব্যবসায়ী তথা রানীসতি ট্রাস্টি বোর্ডের সদস্য দীন দয়াল শর্মা।