January 3, 2025

কালিয়াগঞ্জের ঐতিহাসিক মা বয়রা কালি পূজার বাৎসরিক সভায় বলিদান প্রথা বন্ধ করার সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ-

1 min read

কালিয়াগঞ্জের ঐতিহাসিক মা বয়রা কালি পূজার বাৎসরিক সভায় বলিদান প্রথা বন্ধ করার সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ-

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২১, অক্টোবর: প্রতিবছরের ন্যায় এবারও বৃহস্পতিবার কালিয়াগঞ্জ মা বয়রা কালি পূজা কমিটির সাধারণ বার্ষিক সভা অনুষ্ঠানের সভাপতি তিনু ভদ্রের সভাপতিত্বে কালিবাড়ি প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।সন্ধ্যা সাড়ে সাতটার সময় কালিয়াগঞ্জের সাধারণ ভক্তবৃন্দের উপস্থিতিতে শুরু হয়।সভায় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিদ্যুৎ বিকাশ ভদ্র সভায় সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করার পর ২০২০ সালের ১লা অক্টোবর থেকে ৩০ শে সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত অডিটেড আয় ব্যায়ের হিসাব সর্বসমক্ষে প্রকাশ করা হয়।সম্পাদক বিদ্যুৎ বিকাশ ভদ্র বলেন কালিয়াগঞ্জের সর্বস্তরের মানুষের সহযোগিতায় আমরা আমাদের সবার অভিভাবিকা মা বয়রা মায়ের পূজা করে আসছি বিগত দুই বছর ধরে করোনা আবহে সরকারি নির্দেশকে সম্পূর্ণরূপে মান্য তা দিয়ে।

হয়তো অনেক ভক্ত বৃন্দের মায়ের পূজায় বিধি নিষেদকে মান্যতা দিতে গিয়ে অসুবিধা হয়েছে কিন্তু আমরা অপারগ।এবারের মায়ের পূজা থেকে মা বয়রা কালীর মন্দিরে কোন রূপ বলিদান হবেনা যা সাধারণ সভায় সর্বসন্মতি ক্রমে গৃহীত হয়। ভক্ত বৃন্দদের কাছে সনির্বন্ধ আবেদন তারা যেন তাদের মানতের জন্য বলিদানের পরিবর্তে অন্যভাবে দেবার ব্যবস্থা করেন।মায়ের কাছে সন্দেস বাতাসা ভোগ দিতে পারবে বলে জানান।

করোনা আবহের কারনে মায়ের আয় অনেকটাই কমে যাওয়ায় আমাদের এবার আয়ের দিকে জোর দেবার সিধান্ত নেওয়া হয়েছে।সভায় বেশ কয়েকজন ব্যক্তি মায়ের পূজা যাতে শ্বাড়ম্বরে করা যায় সে ব্যাপারে অনেকেই বেশ কিছু গঠনমূলক প্রস্তাব দেন।উপস্থিত ছিলেন অপর যুগ্ম সাধারণ সম্পাদক মুন্না লাহিড়ী সহ কমিটির সমস্ত সদস্যগন।মা বয়রা কালি পূজা কমিটির বাৎসরিক সাধারণ সভা অত্যন্ত শৃঙ্খলার সাথে অনুষ্ঠিত হবার জন্য তিনি উপস্থিত সবাইকে অভিনন্দন জানানোর সাথে সাথে কালিয়াগঞ্জের ভক্তবৃন্দ যাতে পূর্ন সহযোগিতা করেন তার জন্য আবেদন করেন।পরিশেষে মা বয়রা কালি পূজা কমিটির প্রবীণ সদস্য তথা সভার সভাপতি তিনু ভদ্র সবাইকে অভিনন্দন জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *