কালিয়াগঞ্জ কসকো ক্লাবে কালীপূজার খুঁটি পূজা-
1 min readকালিয়াগঞ্জ কসকো ক্লাবে কালীপূজার খুঁটি পূজা-
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২১অক্টোবর:কথায় বলে বাঙালিদের বারো মাসে তেরো পর্বন।দুর্গা পূজা,লক্ষী পূজা যাবার পর সামনেই আলোর পূজা শ্যামা মায়ের পূজা।আগামী ৪ঠা নভেম্বর শ্যামা মায়ের পূজা তাই বৃহস্পতিবার কালিয়াগঞ্জের বিগ বাজেটের
শ্যামাপূজার মধ্যে হাসপাতাল পাড়ার কসকোর শ্যামা পূজার আজ খুঁটি পূজা হয় অত্যন্ত সাড়ম্বরে।কালিয়াগঞ্জ কসকো ক্লাবের সম্পাদক প্রকাশ রায় জানান তাদের মায়ের পূজার থিম “কেদার নাথের মন্দির”।
এবার বাবা কেদার নাথের ভয়ঙ্কর যাত্রার দৃশ্য দেখানোর চেষ্টা করা হবে। তিনি বলেন বিগত দুবছর ধরে করোনার বিধি নিষেধ থাকার কারনে নম নম করে পূজা করেছি কিন্তূ মন ভরেনি কারো।
এভার যেহেতু করোনার প্রভাব আমাদের জেলায় খুবই কম।তাই এবার শ্যামা মায়ের পূজার আনন্দ দুই বছর যেটা করতে পারিনি তা এবার করবো।এবার তাদের পূজা ৪৩ তম বর্ষে পা রাখতে চলেছে বলে প্রকাশ রায় জানান।