নির্বাচনী প্রচারে তৃণমূল প্রার্থীর হয়ে ঝড় তুললেন কালিয়াগঞ্জ এর বিধায়ক সৌমেন রায় দিনহাটা তে।
1 min readনির্বাচনী প্রচারে তৃণমূল প্রার্থীর হয়ে ঝড় তুললেন কালিয়াগঞ্জ এর বিধায়ক সৌমেন রায় দিনহাটা তে।
তনময় চক্রবর্তী, নির্বাচনী প্রচারে তৃণমূল প্রার্থীর হয়ে ঝড় তুললেন কালিয়াগঞ্জ এর বিধায়ক সৌমেন রায় দিনহাটা তে। বাঙ্গালীদের বারো মাসে তেরো পার্বণ যেমন তেমনি ভোট উৎসব এই তেরো পার্বণের মতন হয়ে দাঁড়িয়েছে। আর তাই ভোট যেনো পিছু ছাড়ছে না আমজনতার। জনতা জনার্দন এই শেষ কথা বলে ভোট বাক্সে। আর তাই সামনে উপ নির্বাচনকে কেন্দ্র করে জমজমাট এখন দিনহাটা বিধানসভা কেন্দ্র। আর সেই বিধানসভা কেন্দ্রে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী উদয়ন গুহর সমর্থনে কালিয়াগঞ্জ এর বিধায়ক সৌমেন রায় দিনহাটার বিভিন্ন জায়গায় প্রচারে ঝড় তুললেন।
রাজ্যের মুখ্যমন্ত্রীর বিভিন্ন মানবিক প্রকল্প গুলির তুলে ধরার পাশাপাশি বিজেপির বিভিন্ন জনবিরোধী কার্যকলাপের কথাও তুলে ধরেন সৌমেন বাবু তার প্রচারে। টেলিফোনে এক সাক্ষাৎকারে কালিয়াগঞ্জ এর বিধায়ক দিনহাটা থেকে বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে মানবিক হৃদয় নিয়ে সারাবাংলা কে
সাজিয়ে তুলছে এবং সাধারণ মানুষের পাশে থেকে একের পর এক যে মানবিক প্রকল্প গুলি চালু করেছে তাতে মানুষ রাজ্যের মুখ্যমন্ত্রীর উপর যেমন আস্থা রেখেছেন গত বিধানসভা নির্বাচনে তেমনভাবেই এবারের উপনির্বাচনে দিনহাটার মানুষ
তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ কে বিপুলভাবে আশীর্বাদ দিয়ে জয়ী করে তার উপর আস্থা রাখবে এ ব্যাপারে তিনি একশ শতাংশ নিশ্চিত।জয় এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। সৌমেন বাবু বলেন তিনি আগামী ২৫ তারিখ অব্দি দিনহাটার বিধানসভার বিভিন্ন জায়গা তে প্রচারে ব্যাস্ত থাকবেন।