ধূপগুড়ী তে উদ্বোধন হলো শ্যামা পূজোর গাইড মানচিত্র
1 min read
আশীষ ভট্টাচার্য :- শুক্রবার ধুপগুড়িতে দীপাবলি উৎসব উপলক্ষে ধুওগুড়ি থানার উদ্দ্যগে ট্রাফিক গাইড প্রকাশ করা হয়।ধূপগুড়ী ট্রাফিক গাইড 2018উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধূপগুড়ীর বিধায়ক মিতালী রায় থানার আইসি সুবীর কর্মকার গ্রাঃ পঃ সভাপতি দীনেশ মজুমদার এ্যাডিশনাল এস পি ইন্দিরা মুখাজ্জী প্রমুখ।
উত্তর বঙ্গের উল্লেখ যোগ্য পূজা দেখবার জন্য প্রচন্ড ভীর হয় ধূপগুড়ী তে। সপ্তাহ ব্যপি জমজমাট থাকে। পূজোউপলক্ষে বিরাট মেলা বসে।
রকমারি পসরা নিয়ে ব্যবসায়ীরা দুর দুরান্তথেকে এই মেলায় আসেন।কালী পূজায় যাতে কোনভাবেই আইন শৃঙ্খলার কোন খামতি না থাকে সাধারণ মানুষ যাতে শৃঙ্খলার মধ্য দিয়ে পূজা নির্বিঘ্নে দেখতে পারে পুলিশ প্রশাসন সেই কারণেই ট্রাফিক গাইদের মাধ্যমে আগে থেকেই মানুষকে সচেতন করে দিল।
মেলায় নাগর দোলা থেকে শুরু করে বিভিন্ন পোষাক প্রসাধনী খাবার দোকান, ধর্ম পুস্তক সহ সকল প্রকার জিনিষ পত্রের কেনা বেচা হয়। এ ছাড়া মাসাধিক কাল ধরে চলতে থাকে ফারনিচার (কাঠের আসবাবপত্র) মেলা।
খাট সোফা ডাইনিং টেবিল ড্রেসিং টেবিল থেকে সমগ্র প্রকার কাঠের সামগ্রী। ধুপগুড়ির সাধারণ মানুষশান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এই প্রশংসনীয় উদ্দ্যোগকে এবং পুলিশি তৎপরতার জন্য পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানায়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});