January 10, 2025

উত্তর দিনাজপুর জেলাতেও ধিক্কার মিছিল করল তৃনমূল কংগ্রেস

1 min read

সারা রাজ্যের সাথে  আসামে বাঙালী
গনহত্যার প্রতিবাদে মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে 
উত্তর দিনাজপুর জেলাতেও ধিক্কার মিছিল করল তৃনমূল কংগ্রেস।

 জেলা সদর
রায়গঞ্জ শহরের বিদ্রোহী মোড় থেকে কয়েকশো তৃনমূল কর্মী সমর্থকের বিক্ষোভ ধিক্কার
মিছিল রায়গঞ্জের রাজপথ পরিক্রমা করে শিলিগুড়ি মোড়ে শেষ হয়।

 মিছিলের নেতৃত্ব দেন
তৃনমূল কংগ্রেস নেতা তথা রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস
, রায়গঞ্জ শহর
তৃনমূল কংগ্রেস সভাপতি প্রিয়তোষ মুখার্জীসহ রায়গঞ্জ পুরসভার তৃনমুল কংগ্রেসের
কাউন্সিলরগন।পাশাপাশি ইটাহার ও কালিয়াগঞ্জ ব্লক ও শহরে তৃণমূল কংগ্রেস কর্মীরা
ধিক্কার মিছিল বের করে ।

 কালিয়াগঞ্জ ব্লকে এই ধিক্কার মিছিলে নেতৃত্ব দেন ব্লক
তৃণমূল কংগ্রেস সভাপতি দধি মোহন দেব শর্মা ।সেখানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি রাজু ঘোষ ,তৃণমূল যুব কংগ্রেসের জেলার ওয়ার্কিং প্রেসিডেন্ট প্রদীপ বোস । উল্লেখ্য
, গতকাল আসামে পাঁচজন বাঙালী কে গনহত্যা করে
বাঙালী বিদ্বেষী উলফা জঙ্গীরা। এর প্রতিবাদে গর্জে ওঠেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী
মমতা বন্দোপাধ্যায়। তারই নির্দেশে আজকের এই প্রতিবাদ ও ধিক্কার মিছিল বলে জানান
উত্তর দিনাজপুর জেলা তৃনমূল নেতৃত্ব।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *