January 4, 2025

লাজলজ্জার মাথা খেয়ে শেষপর্যন্ত বাবুল সুপ্রিয়কেও “এই তৃণমূল আর না” সেই তৃণমূলেই ?

1 min read

লাজলজ্জার মাথা খেয়ে শেষপর্যন্ত বাবুল সুপ্রিয়কেও “এই তৃণমূল আর না” সেই তৃণমূলেই ?

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ, ১৮ সেপ্টেম্বর: ছিঃ এতো অধঃপতন?যে বাবুল সুপ্রিয়কে দুই দুইবার মন্ত্রিত্ব দিয়েছিল মোদি সরকার। মন্ত্রীত্ব চলে যাবার পর গদি চলে যাবার যন্ত্রনা সহ্য করতে না পেরে তৃণমূল দলে যোগদান করলেন?মানুষের মানহুশ সব কোথায় এক নিমেষেই শেষ করে দিলেন?আপনাদের মত নেতাদের দেশের কোন কাজে প্রয়োজন আছে?কোন শ্রেণীর রাজনৈতিক নেতা বলে নিজেদের মনে করেন?শুনেনিন আপনারা অর্থাৎ আপনি হলেন ব্যবসায়িক রাজনৈতিক কর্মী।ব্যবসা যেখানে ভালো চলবে সেখানেই আপনি থাকবেন।তবে এখানে আপনার ব্যবসা ভালো চলবে যা বিজেপি দলে করতে পারেন নি আপনি। আপনারা কি ভাবে জনগনের কাছে মুখ দেখাতে পারেন?এতটুকুও

লাজ লজ্জার বালাই নেই আপনার?যে বাবুল সুপ্রিয় অর্থাৎ আপনি নির্বাচনের আগে নিজেই গান বেঁধে সুর দিয়ে নিজেই গাইলেন”এই তৃণমূল আর না আর না”।এখন আবার কোন গানশোনাবেন জনগণকে?গান তো আপনাকে বাঁধতেই হবে। আমরা আপনার নুতন গান শোনার জন্য অধীর আগ্রহে আছি।কারন আপনার সেই গান আর কেও শোনেনা।তাই নুতন গান বাঁধুন।এই ধরনের গান নিয়ে রাজনীতির নুতন দোকান খুলে ফেলুন।কারন আপনার এ ছাড়া কোন গতি নেই

 

। আপনার সেই গান চলে গেছে,আপনার মন্ত্রীত্ব চলে গেছে তার সাথে সন্মান যেটুকু সংগ্রহ করেছিলেন বিগত কয়েক বছরের রাজনীতির প্রশিক্ষণ পর্বে সেই সন্মান টুকুও শেষ পর্যন্ত আপনার কাছ থেকে আপনার অজান্তে বিদায় নিয়েছে বুঝতে পারেন নি বুঝি?আসলে আপনার বোঝার ক্ষমতা টুকুও হারিয়ে ফেলেছেন নুতন ব্যবসার চিন্তায়।ব্যবসা এখানে ভালই চলবে সবাই বলছে।কি বুঝে এই ব্যবসায় নামলেন সবাই জানে।সব কিছুই বুঝতে পারবেন।আর যখন বুঝতে পারবেন তখন আপনি বহাল তবিয়তে থাকলেও বাবুল সুপ্রিয় নামে কোন রাজনৈতিক নেতাকে খুঁজে পাওয়া যাবেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *