নিজেদের মধ্যে ঝগড়াঝাঁটি করবেন না সমস্যা থাকলে আলোচনার মাধ্যমে সব মিটিয়ে ফেলুন। বললেন তৃণমূল জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল
1 min readনিজেদের মধ্যে ঝগড়াঝাঁটি করবেন না সমস্যা থাকলে আলোচনার মাধ্যমে সব মিটিয়ে ফেলুন। বললেন তৃণমূল জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল
তনময় চক্রবর্তী তৃণমূলের সকল কর্মীকে বুথ স্তর পর্যন্ত মিলেমিশে কাজ করতে হবে। কালিয়াগঞ্জ এর বিধায়ক কে নিয়ে কোন রকম যাতে বিশৃঙ্খলা না হয় সেটা মনে রাখতে হবে। মনে রাখতে হবে কালিয়াগঞ্জ এর বিধায়ক সৌমেন রায়কে তৃণমূল কংগ্রেস যোগদান করিয়েছে দলের সর্বোচ্চ নেতৃত্ব।আজ কালিয়াগঞ্জ এ তৃণমূলের তরফ থেকে এক সম্বর্ধনা সভায় বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন তৃণমূলের জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল।তিনি বলেন ,সৌমেন রায় আমাদের নয়নের মনি।তাকে আমরা সকলে মন থেকে গ্রহন করেছি।কানাইবাবু বলেন সৌমেন বাবু বিজেপির বিধায়ক থাকলে কোন কাজ ই করতে পারতেন না ।আজ তিনি তৃণমূলের বিধায়ক হয়েছেন বলে অনেক কাজ করতে পারবেন কালিয়াগঞ্জ এর জন্য।
কানাই বাবু বলেন শাসক দলের বিধায়ক থাকলে অনেক বেশি বেশি কাজ করতে পারা যায়। এদিন কানাইলাল আগরওয়াল কালিয়াগঞ্জ এর শহর এবং ব্লক নেতৃত্ব কে পরিষ্কার ভাষায় জানিয়ে দেন দলের সর্বোচ্চ নেতৃত্তের নির্দেশ নিজেদের মধ্যে কেউ ঝগড়াঝাঁটি করবেন না কোন সমস্যা হলে আপনারা আলোচনার মাধ্যমেই মিটিয়ে নিন। তর্ক-বিতর্ক করে কোন সমস্যার সমাধান হয় না। এর বদলে যদি আলোচনায় বসে সেই সমস্যা সমাধান করা যায় তাহলে সত্যি সেই সমস্যা সমাধান হবেই। এদিন কানাই বাবু বলেন সবাইকে একসঙ্গে একযোগে কাজ করতে হবে। কোন সমস্যা হলে ব্লক নেতৃত্ব শহর নেতৃত্ব এরপর বিধায়ককে জানাতে হবে। তিনি জানান আগামী ১৬ই সেপ্টেম্বর কালিয়াগঞ্জ এ প্রথম একটি বিজেপির যোগদান সভা হবে।যেখানে বিজেপির বহু মানুষ যোগ দিবে । তিনি বলেন এমন যোগদান সভার চলতেই থাকবে যতদিন না পর্যন্ত বিজেপির সমস্ত কর্মকর্তারা যোগ দিচ্ছেন। তিনি বলেন এটাই হবে আমাদের আসল জয়। তিনি আবারো সকলের কাছে অনুরোধ করেন নিজেদের মধ্যে ঝগড়াঝাটি না করে নিজেদের সমস্যা নিজেরাই বসিয়ে মিটিয়ে নিন। সেখানে বিধায়ক যেমন উপস্থিত থাকবে তেমনি তিনি জেলা সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন। আমরা যাবতীয় সমস্যার সমাধান করে ফেলব। তাই সকলে একযোগে চলুন।