January 5, 2025

মহেন্দ্রগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সম্মেলনে নুতন শক্তিশালী কমিটি গঠিত হল-

1 min read

মহেন্দ্রগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সম্মেলনে নুতন শক্তিশালী কমিটি গঠিত হল-

 

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ, ১৪ সেপ্টেম্বর: গত রবিবার উত্তভর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের মহেন্দ্রগঞ্জ ব্যজার ব্যবসায়ী সমিতির সম্মেলনে নুতন শক্তিশালী কমিটি গঠন করা হয়।সম্মেলনে বিদায়ী সম্পাদক প্রকাশ কুন্ডু উপস্থিত সদস্যের সামনে সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন।সম্পাদকীয় প্রতিবেদনের উপর সংগঠনের বেশ কয়েকজন সদস্য সংগঠনের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করার সাথে সাথে তার সমাধানের প্রস্তাব রাখেন।

পরিশেষে সম্মেলনে১৬ জনের নুতন কার্যকারি কমিটির নুতন সভাপতি হলেন দিলীপ কুন্ডু। কমিটির কার্যকারী সভাপতি হলেন গৌতম সাহা।দুই জন সহকারী সভাপতির দায়িত্ব পেলেন শ্যামল রায় এবং পার্থ প্রতিম মোদক।পুনরায় সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্বে নির্বাচিত হলেন প্রকাশ কুন্ডু।

তিনজন সহকারী সম্পাদকের দায়িত্বে নির্বাচিত হলেন তমাল মোদক,চন্দন মোদক এবং রতন মোদক।দুইজন যুগ্ম হিসাব রক্ষকের দায়িত্ব পেলেন স্বপন সাহা ও রতন কুন্ডু।দুইজন সহকারী হিসাব রক্ষকের পদে নির্বাচিত হলেন বিনয় গুপ্ত এবং গদাই সাহা।তিনজন অডিটারের দায়িত্বে নির্বাচিত হলেন মিঠু দাস,বিশ্বনাথ মোদক ও উজ্জ্বল সাহা এবং দুইজন কার্যকরী কমিটির সদস্য নির্বাচিত হন সুজয় সাহা ও উজ্জ্বল পাল।সম্মেলনে মহেন্দ্রগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সদস্যদের মহেন্দ্রগঞ বাজারের সার্বিক উন্নয়নের স্বার্থে সবাইকে সম্মেলন থেকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে মহেন্দ্রগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।

6 thoughts on “মহেন্দ্রগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সম্মেলনে নুতন শক্তিশালী কমিটি গঠিত হল-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *