কালিয়াগঞ্জে তৃণমূল কংগ্রেস রাজকীয় সন্মান দিল সদ্য বিজেপি থেকে তৃণমূলে আসা বিধায়ক সৌমেন রায কে
1 min readকালিয়াগঞ্জে তৃণমূল কংগ্রেস রাজকীয় সন্মান দিল সদ্য বিজেপি থেকে তৃণমূলে আসা বিধায়ক সৌমেন রায কে
তন্ময় চক্রবর্তী, সোমবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের তৃণমূল নেতৃত্ব সদ্য বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া সৌমেন রায়কে রাজকীয় সম্বর্ধনা দিল কালিয়াগঞ্জ শহরে তৃণমূল কংগ্রেস ।সোমবার রায়গঞ্জ থেকে তৃণমূলের উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বিধায়ক সৌমেন রায়কে নিয়ে কালিয়াগঞ্জে আসার সময় তৃণমূলের সদস্যরা বাইক মিছিল করে কালিয়াগঞ্জ শহরে আনার পর আবাসিকা ভবনে এলে সেখানে কয়েক হাজার তৃণমূল সদস্যদের সামনে তার পরিচয় করিয়ে দেন তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। সেখানে কানাইয়ালাল আগরওয়াল বলেন কালিয়াগঞ্জ শহর ও গ্রামকে বিজেপি মুক্ত করাই আমাদের সবার লক্ষ।
এই লক্ষে সফলতা পেতে গেলে আমাদের মধ্যে কোন ভাবেই গোষ্ঠীদ্বন্দ বলে কোন কিছু থাকা চলবেনা।আমাদের সবাইকে তৃণমূলের উন্নয়নে প্রত্যেককে এক একটি হাতিয়ার হয়ে কাজ করতে হবে।রাজকীয় সন্মান পাবার উত্তরে তৃণমূলের বিধায়ক সৌমেন রায় বলেন আপনারা আমাকে সহযোগিতা করুন।আগামীতে কালিয়াগঞ্জে কোন বিজেপি বলে কিছু থাকবেনা আপনাদের পরিষ্কার করে বলে দিতে চাই।আগামী ১৬ সেপ্টেম্বর কালিয়াগঞ্জ মহেন্দ্রগঞ্জ নাট মন্দির প্রাঙ্গনে আমাদের প্রথম যোগদান মেলা অনুষ্ঠিত হবে।
এই যোগদান মেলায় কালিয়াগঞ্জ শহরের বিজেপির প্রতিষ্ঠিত নেতৃত্বরা তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন বলে বিধায়ক সৌমেন রায় জানান।আজকের বিধায়কের সম্বর্ধনা সভায় বক্তব্য রাখেন তৃণমূলের রাজ্য সম্পাদক অসীম ঘোষ ।তিনি বলেন সৌমেন রায় এখন আমাদের বিধায়ক।
কালিয়াগঞ্জ ব্লকের মানুষদের আপদে বিপদের বন্ধুর মত তিনি কাজ করে যাবেন। আমাদের সবার লক্ষ হবে এখন থেকেই আগামী ২০২৪শের লোকসভা নির্বাচন।আগামী লোক সভা নির্বাচনে আমাদের প্রার্থীকে লোকসভায় জিতিয়ে নিয়ে যাবার দায়িত্ব আমাদের।
বিজেপি থেকে সৌমেন রায় তৃণমূল দলে আসার ফলে আমাদের জয়ের রাস্তা অনেকটাই মসৃন হল বলে অসীম ঘোষ তার বক্তব্যে তুলে ধরেন।তৃণমূলের অন্যান্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের প্রাক্তন বিধায়ক তপন দেব সিংহ, ব্লক ও শহর তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য,সুজিৎ সরকার,কমল ঘোষ, কালিয়াগঞ্জ পৌর সভার প্রসাশক শচীন সিংহ রায়,কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার,বাপ্পা সরকার সহ অনেকে।